ফেসবুকঃ সূত্রপাত
পটভূমিঃ
আমেকিকান তরুণ ইউনিভার্সিটি স্টুডেন্ট মার্ক এলিয়ট জুকার বার্গ
ও তার কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন ফেসবুক নেটওয়ার্ক ।
তখন বলা হয়েছিল ইউনিভার্সিটির বন্ধুদের মাঝে যোগাযোগ ও
তথ্য আদান প্রদানের লক্ষ্যে তৈরি হয়েছে এই নেটওয়ার্ক। কিন্তু
এর পেছনে তাদের আসল উদ্দেশ্য ছিল ফেসবুক নেটওয়ার্কভুক্ত
ইউনিভার্সিটির মেয়েদেরকে ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা।
এর শাস্তি হিসেবে তাকে একসময় হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে
বহিষ্কারও করা হয় । তারপরেও থেমে থাকেনি তার ফেসবুক ।
স্থানঃ
হার্ভার্ড ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাস্ট ।
কালঃ
২০০৩ -২০০৫ ইং
পাত্র পাত্রীঃ
মার্ক জুকারবারগ ও তার বন্ধুরা, ইউনিভার্সিটির সুন্দরী মেয়েরা ।
ফেসবুক কথনঃ সূত্রপাত
তরুণ যুবক এক জুকারবার্গ মার্ক,
বর্ণান্ধ চোখ, তবু মনে স্বপ্ন অনেক ।
চারপাশে এতো শতো মেয়ে সুন্দরী,
ইসস, কাকে রেখে কাকে যে ধরি ।
সুন্দরী গার্লফ্রেন্ড তারও যে ছিলো,
তবু মেয়ে দেখতে লাগে যে ভালো ।
প্রেমেতে আছে হৃদয় ভরানো সুধা,
ওতে যে মেটে না দু চোখের ক্ষুধা ।
কি করা যায়, কি দিয়ে কি যে হয়,
ভেবে ভেবে বের করলো সে উপায় ।
সংগ্রহ করা যতসব সুন্দরীদের ছবি,
তাই না হয় হোক আমার প্রিয় হবি ।
যেই ভাবা সেই কাজ, রোমিও মার্ক
সাথে নিয়ে সমমনা বন্ধু এক ঝাঁক ।
মাঠে নামে নিয়ে মিলিত উদ্যোগ
গড়ে তোলে নেটওয়ার্ক, ফেসবুক ।
সুন্দরী ছবি দাও, হবে ফটো হ্যাক
বললে তো আর চলবেনা ফেসবুক,
বলা হলো শুধু তথ্য ও যোগাযোগ
নামটি তার নেটওয়ার্ক ফেসবুক ।
এই দলে একা যে নয় জুকারবার্গ
আরোও ছিল এমন বহু ব্যক্তিবর্গ,
বোঝা গেলো তা বয়ে যেতে সময়
ফেসবুক তাই আজ সারা বিশ্বময়।
আমেকিকান তরুণ ইউনিভার্সিটি স্টুডেন্ট মার্ক এলিয়ট জুকার বার্গ
ও তার কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন ফেসবুক নেটওয়ার্ক ।
তখন বলা হয়েছিল ইউনিভার্সিটির বন্ধুদের মাঝে যোগাযোগ ও
তথ্য আদান প্রদানের লক্ষ্যে তৈরি হয়েছে এই নেটওয়ার্ক। কিন্তু
এর পেছনে তাদের আসল উদ্দেশ্য ছিল ফেসবুক নেটওয়ার্কভুক্ত
ইউনিভার্সিটির মেয়েদেরকে ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা।
এর শাস্তি হিসেবে তাকে একসময় হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে
বহিষ্কারও করা হয় । তারপরেও থেমে থাকেনি তার ফেসবুক ।
স্থানঃ
হার্ভার্ড ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাস্ট ।
কালঃ
২০০৩ -২০০৫ ইং
পাত্র পাত্রীঃ
মার্ক জুকারবারগ ও তার বন্ধুরা, ইউনিভার্সিটির সুন্দরী মেয়েরা ।
ফেসবুক কথনঃ সূত্রপাত
তরুণ যুবক এক জুকারবার্গ মার্ক,
বর্ণান্ধ চোখ, তবু মনে স্বপ্ন অনেক ।
চারপাশে এতো শতো মেয়ে সুন্দরী,
ইসস, কাকে রেখে কাকে যে ধরি ।
সুন্দরী গার্লফ্রেন্ড তারও যে ছিলো,
তবু মেয়ে দেখতে লাগে যে ভালো ।
প্রেমেতে আছে হৃদয় ভরানো সুধা,
ওতে যে মেটে না দু চোখের ক্ষুধা ।
কি করা যায়, কি দিয়ে কি যে হয়,
ভেবে ভেবে বের করলো সে উপায় ।
সংগ্রহ করা যতসব সুন্দরীদের ছবি,
তাই না হয় হোক আমার প্রিয় হবি ।
যেই ভাবা সেই কাজ, রোমিও মার্ক
সাথে নিয়ে সমমনা বন্ধু এক ঝাঁক ।
মাঠে নামে নিয়ে মিলিত উদ্যোগ
গড়ে তোলে নেটওয়ার্ক, ফেসবুক ।
সুন্দরী ছবি দাও, হবে ফটো হ্যাক
বললে তো আর চলবেনা ফেসবুক,
বলা হলো শুধু তথ্য ও যোগাযোগ
নামটি তার নেটওয়ার্ক ফেসবুক ।
এই দলে একা যে নয় জুকারবার্গ
আরোও ছিল এমন বহু ব্যক্তিবর্গ,
বোঝা গেলো তা বয়ে যেতে সময়
ফেসবুক তাই আজ সারা বিশ্বময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০৫/০২/২০১৫
-
জাহিদুর রহমান ০৫/০২/২০১৫Facebook bad jayni kobita thaka
-
স্বপন রোজারিও(১) ০৫/০২/২০১৫ফেসবুকের পূর্ব কথা জেনে ভাল লাগলো।
-
ফিরোজ মানিক ০৫/০২/২০১৫সুন্দর তথ্য + সুন্দর কবিতা। ভাল।
-
সুব্রত দাশ আপন ০৫/০২/২০১৫ফেসবুক নিয়ে লেখা বেশ ভালো লাগলো। আপনার পরবর্তী লেখার জন্য অপেক্ষা করছি........
-
সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫ফেইসবুক কথন ..সূত্রপাত .........দারুণ ভালো লাগলো ,,,,,,,,,,,,,,,,,,,হাসান ইমতি
কবিতার কথা আর কি বলব ।
এক কথায় চমৎকার ।