www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেসবুকঃ সূত্রপাত

পটভূমিঃ

আমেকিকান তরুণ ইউনিভার্সিটি স্টুডেন্ট মার্ক এলিয়ট জুকার বার্গ
ও তার কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন ফেসবুক নেটওয়ার্ক ।
তখন বলা হয়েছিল ইউনিভার্সিটির বন্ধুদের মাঝে যোগাযোগ ও
তথ্য আদান প্রদানের লক্ষ্যে তৈরি হয়েছে এই নেটওয়ার্ক। কিন্তু
এর পেছনে তাদের আসল উদ্দেশ্য ছিল ফেসবুক নেটওয়ার্কভুক্ত
ইউনিভার্সিটির মেয়েদেরকে ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা।
এর শাস্তি হিসেবে তাকে একসময় হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে
বহিষ্কারও করা হয় । তারপরেও থেমে থাকেনি তার ফেসবুক ।

স্থানঃ

হার্ভার্ড ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাস্ট ।

কালঃ

২০০৩ -২০০৫ ইং

পাত্র পাত্রীঃ

মার্ক জুকারবারগ ও তার বন্ধুরা, ইউনিভার্সিটির সুন্দরী মেয়েরা ।

ফেসবুক কথনঃ সূত্রপাত

তরুণ যুবক এক জুকারবার্গ মার্ক,
বর্ণান্ধ চোখ, তবু মনে স্বপ্ন অনেক ।
চারপাশে এতো শতো মেয়ে সুন্দরী,
ইসস, কাকে রেখে কাকে যে ধরি ।

সুন্দরী গার্লফ্রেন্ড তারও যে ছিলো,
তবু মেয়ে দেখতে লাগে যে ভালো ।
প্রেমেতে আছে হৃদয় ভরানো সুধা,
ওতে যে মেটে না দু চোখের ক্ষুধা ।

কি করা যায়, কি দিয়ে কি যে হয়,
ভেবে ভেবে বের করলো সে উপায় ।
সংগ্রহ করা যতসব সুন্দরীদের ছবি,
তাই না হয় হোক আমার প্রিয় হবি ।

যেই ভাবা সেই কাজ, রোমিও মার্ক
সাথে নিয়ে সমমনা বন্ধু এক ঝাঁক ।
মাঠে নামে নিয়ে মিলিত উদ্যোগ
গড়ে তোলে নেটওয়ার্ক, ফেসবুক ।

সুন্দরী ছবি দাও, হবে ফটো হ্যাক
বললে তো আর চলবেনা ফেসবুক,
বলা হলো শুধু তথ্য ও যোগাযোগ
নামটি তার নেটওয়ার্ক ফেসবুক ।

এই দলে একা যে নয় জুকারবার্গ
আরোও ছিল এমন বহু ব্যক্তিবর্গ,
বোঝা গেলো তা বয়ে যেতে সময়
ফেসবুক তাই আজ সারা বিশ্বময়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ০৫/০২/২০১৫
    তথ্যগুলো সুন্দর ।
    কবিতার কথা আর কি বলব ।
    এক কথায় চমৎকার ।
  • জাহিদুর রহমান ০৫/০২/২০১৫
    Facebook bad jayni kobita thaka
    • হাসান ইমতি ০৭/০২/২০১৫
      ভালোবাসা
      • জাহিদুর রহমান ০৮/০২/২০১৫
        Hmmm ;)
  • ফেসবুকের পূর্ব কথা জেনে ভাল লাগলো।
  • ফিরোজ মানিক ০৫/০২/২০১৫
    সুন্দর তথ্য + সুন্দর কবিতা। ভাল।
  • সুব্রত দাশ আপন ০৫/০২/২০১৫
    ফেসবুক নিয়ে লেখা বেশ ভালো লাগলো। আপনার পরবর্তী লেখার জন্য অপেক্ষা করছি........
  • সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫
    ফেইসবুক কথন ..সূত্রপাত .........দারুণ ভালো লাগলো ,,,,,,,,,,,,,,,,,,,হাসান ইমতি
    • হাসান ইমতি ০৫/০২/২০১৫
      ভালোবাসা সবুজ, এটি এই সিরিজের প্রথম লেখা, আরেকটি লেখা "ফেসবুক ও সুন্দরীর খোঁজ" আসছে সামনে ।
 
Quantcast