www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবরোহী পঞ্চদশঃ প্রকাশ লুকানো যায় ভালোবাসা নয়

কি
করে
বললে
চলে যাবে ?
নিয়তি যদি
তোমার আমার
ভাগ্যরেখা মিলন
বিন্দুতে না বেঁধে দিত
তোমার কান্না আমাকেও
কেন আকূল করে কাঁদাল,
যদি ভালো না বাসো আমার
দুচোখ বেয়ে নামা দুঃখ নদীর
জলধারা কি করে তোমার সুখের
ঘরে কাঁটার ক্ষত হয়ে বিঁধে রইল,
প্রকাশ লুকানো যেতে পারে ভালোবাসা না ।

বিদ্রঃ “অবরোহী পঞ্চদশ” ঘরানার আমার একটি ভাবনাকে বাস্তবে রুপ দিয়ে রচিত “প্রকাশ লুকানো যায় ভালোবাসা নয়” লেখাটি ১৫ লাইনের এক বিশেষ ধরনের কবিতা যার প্রতি লাইনে বর্ণসংখ্যা লাইন সংখ্যার সমান । অর্থাৎ ১৫ লাইনের এই কবিতায় লাইনগুলো ১-২-৩-৪-৫-৬-৭-৮-৯-১০-১১-১২-১৩-১৪-১৫ এই লাইন ও বর্ণসংখ্যার ক্রম মেনে চলবে । এই লেখায় এভাবে মোট ১৫ টি লাইনে সর্বমোট ১২০টি বর্ণ আসবে । এই লেখার আকৃতি অনেকটা পিরামিডের মত দেখতে হয়, বাংলা বা ইংরেজি উভয় ভাষায়ই পিরামিড আকৃতির কবিতা লেখার প্রচেষ্টা কিছু কিছু দেখা যায়, কিন্তু এরকম লাইন এবং বর্ণ সংখ্যা মেনে কোন কাজ হয়নি । এই ধারার পাশাপাশি আমার ভাবনায় আছে আরেকটি ধারা “আরোহী পঞ্চদশ”, “আরোহী পঞ্চদশ” ধারাটি এই লেখার বিপরীতক্রমে অর্থাৎ ১৫ শব্দে শুরু হয়ে এক শব্দে এসে শেষ হবে, এটির আকৃতির সাথে পিরামিডের কোন মিলও থাকবে না বা এই ধরনের কোন কাজ বাংলা বা ইংরেজি কোন ভাষার সাহিত্যেই হয় নি । এই ধারাটি বোঝার জন্য আমার আজকের কবিতা “প্রকাশ লুকানো যায় ভালোবাসা নয়” কে লাইন অনুসারে বিশ্লেষণ করে দেখানো যেতে পারে ।

লাইন নং কবিতা বর্ণ সংখ্যা

০১ কি ০১
০২ করে ০২
০৩ বললে ০৩
০৪ চলে যাবে ? ০৪
০৫ নিয়তি যদি ০৫
০৬ তোমার আমার ০৬
০৭ ভাগ্যরেখা মিলন ০৭
০৮ বিন্দুতে না বেঁধে দিত ০৮
০৯ তোমার কান্না আমাকেও ০৯
১০ কেন আকূল করে কাঁদাল, ১০
১১ যদি ভালো না বাসো আমার ১১
১২ দুচোখ বেয়ে নামা দুঃখ নদীর ১২
১৩ জলধারা কি করে তোমার সুখের ১৩
১৪ ঘরে কাঁটার ক্ষত হয়ে বিঁধে রইল, ১৪
১৫ প্রকাশ লুকানো যেতে পারে ভালোবাসা না । ১৫

কেমন লাগলো কবিতার এই ভাবনা জানালে সুখী হব ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ,

    চলবে.....
  • সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫
    anek bar kore pora holo @@@ darun
  • জাহিদুর রহমান ০৫/০২/২০১৫
    Sundor hoice vaiea
    • হাসান ইমতি ০৭/০২/২০১৫
      ভালোবাসা
      • জাহিদুর রহমান ০৮/০২/২০১৫
        smile
  • সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫
    দারুণ ক বি হাসান ইমতি ভাই
    অসাধারণ.........
  • আবু সাহেদ সরকার ২৯/০১/২০১৫
    দারুন মিল খুঁজে পেলাম কবি বন্ধু। জানি, অনেক কষ্ট হয়েছে মিল খুঁজতে। প্রকাশের জন্য ধন্যবাদ।
  • আবিদ আল আহসান ২৮/০১/২০১৫
    valo
  • ২৮/০১/২০১৫
    দারুন কবিতা। দারুন গঠন ।
    মনের খাদ্য । চোখের খাদ্য ।
    অসাধারণ । অসাধারণ ।
  • হাসান কামরুল ২৮/০১/২০১৫
    দারুণ।
  • ফিরোজ মানিক ২৮/০১/২০১৫
    অসাধারণ চিন্তা চেতনা। স্বাগত জানাই আপনার এই চিন্তা চেতনাকে। ভাল থাকবেন।
  • সহমত, প্রকাশ লুকানো গেলেও ভালোবাসা যায় না। রবিঠাকুরের হঠাৎ দেখা কবিতায় এমনি একটা ভাব ছিল "রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে"... ভালো লাগা রইলো।
 
Quantcast