আড়ালবাস
তুমি দ্যাখো না আমার হৃদয়ের চৌকাঠ
দ্যাখো না অশ্রু কীভাবে চিবুক পুড়ে পুড়ে গড়ায়,
তুমি দ্যাখো না আমার মুখ- মুখ তুলে চেয়ে;
বলাবলি করো না আমার ক্ষুধা বা ঘৃণার কথা!
কখনোই জিজ্ঞেস করো না আমার বাদবাকি হিসেব
আমার বাতেনি চোখের দিকে না তাকিয়েই-
তুমি বলে দিও না, ‘‘ব্যস্ত আছি, যাও’’!
দ্যাখো না অশ্রু কীভাবে চিবুক পুড়ে পুড়ে গড়ায়,
তুমি দ্যাখো না আমার মুখ- মুখ তুলে চেয়ে;
বলাবলি করো না আমার ক্ষুধা বা ঘৃণার কথা!
কখনোই জিজ্ঞেস করো না আমার বাদবাকি হিসেব
আমার বাতেনি চোখের দিকে না তাকিয়েই-
তুমি বলে দিও না, ‘‘ব্যস্ত আছি, যাও’’!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০২/০৯/২০১৭বেশ সুন্দর
-
ধ্রুবক ০১/০৯/২০১৭ভালো লেখা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৯/২০১৭অ ন ব দ্য।
-
আব্দুল হক ৩১/০৮/২০১৭বেশ সুন্দর!!
-
সমির প্রামাণিক ৩১/০৮/২০১৭না তা তুমি বোলো না- "ব্যস্ত আছি যাও!"
তা আমি সইতে পারবো না।
অভিমানের সুন্দর প্রকাশ। শুভেচ্ছা রইলো। -
ফয়েজ উল্লাহ রবি ৩১/০৮/২০১৭বেশ লিখেছেন শুভেচ্ছা রইল।