তুমি ভালোবাসি বলতেই
তুমি ভালোবাসি বলতেই মনে হলো প্রকৃতি শীতল;
এক কোটি বছর ধরে বৃষ্টি হচ্ছে এ বাসভূমে।
তোমার মুখে ভালোবাসি শুনতেই ভাবি,
এ বুঝি পাখির শিস, বাতাসের শোঁ শোঁ আওয়াজ,
পৃথিবীর সমস্ত নদীর একখানি গতিপথ হয়।
তুমি ভালোবাসি বললে স্বপ্নগুলো মাথাচাড়া দেয়,
ভেঙে যাওয়া বার্লিন প্রাচীর আবারো তৈয়ার হয়,
থেমে যায় ঝড়, গাছে জন্মে নতুন কচিপাতা;
তোমার মুখে ভালোবাসি শুনলে নিমেষে সুখি হই,
সুস্থতায় শুচিতে আলাদা আমোদ আসে মনে,
জাতিসংঘের চেয়ে প্রেমের শক্তিকে বেশি মনে হয়!
তোমার মুখের ‘ভালোবাসি’ শব্দটি শ্রেষ্ঠ এ পৃথিবীর;
এই একটি শব্দ শুনে কাটিয়ে দেওয়া যায় সহস্র জনম।
এক কোটি বছর ধরে বৃষ্টি হচ্ছে এ বাসভূমে।
তোমার মুখে ভালোবাসি শুনতেই ভাবি,
এ বুঝি পাখির শিস, বাতাসের শোঁ শোঁ আওয়াজ,
পৃথিবীর সমস্ত নদীর একখানি গতিপথ হয়।
তুমি ভালোবাসি বললে স্বপ্নগুলো মাথাচাড়া দেয়,
ভেঙে যাওয়া বার্লিন প্রাচীর আবারো তৈয়ার হয়,
থেমে যায় ঝড়, গাছে জন্মে নতুন কচিপাতা;
তোমার মুখে ভালোবাসি শুনলে নিমেষে সুখি হই,
সুস্থতায় শুচিতে আলাদা আমোদ আসে মনে,
জাতিসংঘের চেয়ে প্রেমের শক্তিকে বেশি মনে হয়!
তোমার মুখের ‘ভালোবাসি’ শব্দটি শ্রেষ্ঠ এ পৃথিবীর;
এই একটি শব্দ শুনে কাটিয়ে দেওয়া যায় সহস্র জনম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ৩১/০৮/২০১৭
-
মুক্তপুরুষ ৩০/০৮/২০১৭ভালোবাসা রেখে গেলাম💜
-
কামরুজ্জামান সাদ ২৭/০৮/২০১৭
-
আব্দুল হক ২৭/০৮/২০১৭তুলনা বেশ !!
-
অনির্বাণ সূর্যকান্ত ২৭/০৮/২০১৭ভাল লাগল। এগিয়ে যাক কবিতা।
-
সাঁঝের তারা ২৬/০৮/২০১৭সুন্দর
ভারি সুন্দর। সুখপাঠ্য। শুভেচ্ছা কবিকে।