বেশি আদরে কাপড় নষ্ট
ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফেরার দিন বৌ খুব আদরমাখা কন্ঠে বলতেছিলো--
: শোন, তোমারতো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, রাতে গিয়ে ম্যাচের নাড়াচাড়া করা খাবার খাওয়ার চেয়ে ব্যাগে মুরগীর মাংস আর রুটি দিয়ে দিই.........
এত আদর !
ভেবেচিন্তে অনুমতি দিলাম কিন্তু বললাম ঝোল দিওনা যেন !
ম্যাচে ফিরতে রাত ০১টা বেজে গেলো, ব্যাগ খুলে দেখি মাংসের ঝোলে লন্ড্রী করা সব কাপড় মেখে গেছে। অগত্যা এতরাতেই আবার কাপড়গুলো ধুঁতে হলো।
তাই বলি, বেশি আদরে কাপড় নষ্ট !
: শোন, তোমারতো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, রাতে গিয়ে ম্যাচের নাড়াচাড়া করা খাবার খাওয়ার চেয়ে ব্যাগে মুরগীর মাংস আর রুটি দিয়ে দিই.........
এত আদর !
ভেবেচিন্তে অনুমতি দিলাম কিন্তু বললাম ঝোল দিওনা যেন !
ম্যাচে ফিরতে রাত ০১টা বেজে গেলো, ব্যাগ খুলে দেখি মাংসের ঝোলে লন্ড্রী করা সব কাপড় মেখে গেছে। অগত্যা এতরাতেই আবার কাপড়গুলো ধুঁতে হলো।
তাই বলি, বেশি আদরে কাপড় নষ্ট !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১০/০৬/২০১৯মজা পেলাম।
-
সেলিম রেজা সাগর ১৮/০৪/২০১৯জরিমানা করা হবে
-
সেলিম রেজা সাগর ২৪/০৩/২০১৯ভালো
-
দীপঙ্কর বেরা ১৬/০৬/২০১৮ভাল লাগল।
-
এস এম আলমগীর হোসেন ২৯/০৫/২০১৮বেশ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৫/২০১৮ভাল।
-
জার্নালিষ্ট সবুজ ০৬/০৫/২০১৮বেশ ভালো লাগলো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৮চমৎকার থিম
-
সুশান্ত বিশ্বাস ২৭/০৪/২০১৮বেশ মজা পাইলাম
-
সুবীর পাণ্ডে ২৫/০৪/২০১৮হা! হা! হা!
-
মোহাম্মদ রাসেল প্রধান ১৭/০৪/২০১৮হা হা
-
লিখন মাহমুদ ১৬/০৪/২০১৮হা! হা! হা!
-
কাজী জহির উদ্দিন তিতাস ০৬/০৪/২০১৮অসাধারণ কৌতুক।
-
মোঃ ফাহাদ আলী ৩০/০৩/২০১৮যুক্তি আছে।
-
মীর মুহাম্মাদ আলী ২৮/০৩/২০১৮অসাধারণ!