ঘোড়া হারিয়ে বাতাসা
এক লোক শুক্রবারের জুম্মার নামাজের সময় কিছু বাতাসা (চিনির তৈরী একজাতীয় মিষ্টি খাবার) নিয়ে হাজির হয়ে সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে বললো-
ভাই সকল আমার একটি ঘোরা হারিয়েছে তাই আমি আপনাদের সকলকে বাতাসা খাইয়ে মিষ্টি মুখ করাবো,
মুসুল্লিসকল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো যে ঘোড়া হারিয়েছে এতো তোমার দুঃখের বিষয় তাহলে বাতাসা খাওয়ানোর হেতু কি?
লোকটি বললো- শুনুন সবে, ঘোড়াটিতো আমিই দৌড়াতাম, হারিয়ে যাওয়ার সময় যদি আমি ঘোড়ার উপর বসা থাকতাম তাহলেতো আমিসহ হারিয়ে যেতাম, আমি যেহেতু হারাইনি সেই খুশিতে আপনাদেরকে বাতাসা খাওয়াচ্ছি।
ভাই সকল আমার একটি ঘোরা হারিয়েছে তাই আমি আপনাদের সকলকে বাতাসা খাইয়ে মিষ্টি মুখ করাবো,
মুসুল্লিসকল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো যে ঘোড়া হারিয়েছে এতো তোমার দুঃখের বিষয় তাহলে বাতাসা খাওয়ানোর হেতু কি?
লোকটি বললো- শুনুন সবে, ঘোড়াটিতো আমিই দৌড়াতাম, হারিয়ে যাওয়ার সময় যদি আমি ঘোড়ার উপর বসা থাকতাম তাহলেতো আমিসহ হারিয়ে যেতাম, আমি যেহেতু হারাইনি সেই খুশিতে আপনাদেরকে বাতাসা খাওয়াচ্ছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খালিদ বিন সিদ্দিক ০৫/১০/২০১৮হাহাহা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৮/২০১৮দারুণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৫/২০১৮বেশ!
-
জার্নালিষ্ট সবুজ ০৬/০৫/২০১৮হা হা হা....
-
সেলিম রেজা সাগর ০৫/০৫/২০১৮হা হা
-
সায়েম মুর্শেদ ২৮/০৪/২০১৮হা হা
-
মীর মুহাম্মাদ আলী ০৭/০৩/২০১৮ভালো লাগলো।
-
জসিম মাহমুদ ০৭/০৩/২০১৮ভারি মজা তো
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৩/২০১৮কৌতুক