বাবার স্নেহ
আমি দাঁড়িয়ে আছি নারী সুলভ ভূমি দৃশ্যের সামনে
সেখানে আগুনের সামনে একটি জোযান—
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে: পরিশ্রান্তু;
আমি সেই জোয়ানকে বাবা বলে ডাক দিলাম
তাঁর ঠোঁটে, চোখে, মুখে মায়াবী হাসি।
কিন্তু আমি দেখলাম তাঁর গা থেকে অশ্রুবিন্দু ঝরছে
বাবা আমাকে কোলে তুলে নিলেন— এক ঋতু থেকে
অন্য ঋতু আসে— কিন্তু বাবা শাশ্বত।
সেখানে আগুনের সামনে একটি জোযান—
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে: পরিশ্রান্তু;
আমি সেই জোয়ানকে বাবা বলে ডাক দিলাম
তাঁর ঠোঁটে, চোখে, মুখে মায়াবী হাসি।
কিন্তু আমি দেখলাম তাঁর গা থেকে অশ্রুবিন্দু ঝরছে
বাবা আমাকে কোলে তুলে নিলেন— এক ঋতু থেকে
অন্য ঋতু আসে— কিন্তু বাবা শাশ্বত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৯/০৬/২০১৬vlo
-
দেবজ্যোতিকাজল ১৯/০৬/২০১৬ভাললিখেছ