কিশোরী
কালো কিশোরী— ধরছে বায়না, পরছে সাদা শাড়ি
রূপের নাই বাহার, চোখে বিদ্রোহের পাহাড়!
চেয়ে দ্যাখো কান্ড!
'চোখে নাই কাজল,
ঠোঁট নয় রাঙা,
পায়ে পরেনি নূপুর'
আড়চোখে ব্যাঙ্গ ক'রে মহামানব কয়: 'ক্ষেত আছে,
ফসল নাই, কৃষক পাবা কই?'
কালো কিশোরী— ধরছে বায়না, পরছে সাদা শাড়ি
ব্লাউজ খুলে কয়, রাতে ঈশ্বর আসবে ঘরে!
রূপের নাই বাহার, চোখে বিদ্রোহের পাহাড়!
চেয়ে দ্যাখো কান্ড!
'চোখে নাই কাজল,
ঠোঁট নয় রাঙা,
পায়ে পরেনি নূপুর'
আড়চোখে ব্যাঙ্গ ক'রে মহামানব কয়: 'ক্ষেত আছে,
ফসল নাই, কৃষক পাবা কই?'
কালো কিশোরী— ধরছে বায়না, পরছে সাদা শাড়ি
ব্লাউজ খুলে কয়, রাতে ঈশ্বর আসবে ঘরে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৮/০৬/২০১৬vlo
-
গোপেশ দে ১৭/০৬/২০১৬ভাল লাগল
-
জয় ১৭/০৬/২০১৬মন্দ নয় ।
-
দ্বীপ সরকার ১৭/০৬/২০১৬ভালো।