www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিচ্ছেদ ও ভালোবাসা

অনেক স্মৃতি রয়েছে তোমার সাথে— মধ্যাহ্ন থেকে সেই দুপুর রাত।
যাক, ওসব বন্যার জলে!
বেশ কয়েকটি বছর তোমার সাথে কাটিয়েছি।
সমুদ্রের ঢেউ এখন আছড়ে পড়ে— তখনও ছিলো জোয়ার-ভাটা!
তুমি এক চেতনা হয়ে আমার মাঝে ছিলে আর আমি ছিলাম তোমার মোহে!
এখন অতীত চিৎকার করে ডাকে আমায়; আমি পিছনে ফিরে যেতে চাই,
ভবিষ্যৎ'কে সমুদ্রের তীরে রেখে।
চিরকাল এমনই হয়েছে— ' বিচ্ছেদের মুহূর্ত না আসা পর্যস্ত ভালোবাসা তার গভীরতা বুঝতে পারে না'।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast