বিচ্ছেদ ও ভালোবাসা
অনেক স্মৃতি রয়েছে তোমার সাথে— মধ্যাহ্ন থেকে সেই দুপুর রাত।
যাক, ওসব বন্যার জলে!
বেশ কয়েকটি বছর তোমার সাথে কাটিয়েছি।
সমুদ্রের ঢেউ এখন আছড়ে পড়ে— তখনও ছিলো জোয়ার-ভাটা!
তুমি এক চেতনা হয়ে আমার মাঝে ছিলে আর আমি ছিলাম তোমার মোহে!
এখন অতীত চিৎকার করে ডাকে আমায়; আমি পিছনে ফিরে যেতে চাই,
ভবিষ্যৎ'কে সমুদ্রের তীরে রেখে।
চিরকাল এমনই হয়েছে— ' বিচ্ছেদের মুহূর্ত না আসা পর্যস্ত ভালোবাসা তার গভীরতা বুঝতে পারে না'।
যাক, ওসব বন্যার জলে!
বেশ কয়েকটি বছর তোমার সাথে কাটিয়েছি।
সমুদ্রের ঢেউ এখন আছড়ে পড়ে— তখনও ছিলো জোয়ার-ভাটা!
তুমি এক চেতনা হয়ে আমার মাঝে ছিলে আর আমি ছিলাম তোমার মোহে!
এখন অতীত চিৎকার করে ডাকে আমায়; আমি পিছনে ফিরে যেতে চাই,
ভবিষ্যৎ'কে সমুদ্রের তীরে রেখে।
চিরকাল এমনই হয়েছে— ' বিচ্ছেদের মুহূর্ত না আসা পর্যস্ত ভালোবাসা তার গভীরতা বুঝতে পারে না'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৬/০৬/২০১৬
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৬/২০১৬''কিছু স্মৃতি কখনো-কখনো
মনের গভীরে থাকে অমলীন
১০ নম্বর সংকেতও হয়ে বিলীন''। -
প্রদীপ চৌধুরী. ০৩/০৬/২০১৬অসাধারণ
"বড় প্রেম শুধু কাছেই টানেনা, দুরেও ঠেলে দেয়!"