ঈশ্বরের রঙ
গবীরের হিমোগ্লোবিন জ্বালিয়ে
বস্তি পোড়া রঙ লাল— টকটকে লাল
কোথায় ছাই নেই
অবশিষ্টে ঈশ্বরের পোড়া মাংস এত কালো কেন!
বস্তি পোড়া রঙ লাল— টকটকে লাল
কোথায় ছাই নেই
অবশিষ্টে ঈশ্বরের পোড়া মাংস এত কালো কেন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জামশেদ আলম ১৬/০১/২০১৬বহুদিনের জমিয়ে থাকা প্রেমের কথা,অপূর্ব।
-
শান্তনু মণ্ডল ২৮/১২/২০১৫সু ন্দর,অনবদ্য l
-
প্রদীপ কুমার দে ২৭/১২/২০১৫নিশ্চয় কবি নিজের সত্য প্রেম কেই ব্যাক্ত করেছেন। গভীর আবেগে লেখা কবিতা নয়, স্ববাস্তব, কবিতার রূপ দেওয়া মাত্র।
দারুন লাগলো! -
শ্যামেন্দু ২৬/১২/২০১৫আমার মতে প্রেম কথাটার আর একটু কম ব্যবহার করলে আরো ভাল হত।ধন্যবাদ।
-
নির্ঝর ২৬/১২/২০১৫ভাল
-
মাহাবুব ২৫/১২/২০১৫অনেক প্রেমের কবিতা এটা, আমার ভালো লাগিলোতা।
ভালো থাকবেন কবি। -
নির্ঝর ২৫/১২/২০১৫সুন্দর
-
মোঃ সাইফুল ২৪/১২/২০১৫এ তো দেখেছি শুধুই প্রেম
-
নির্ঝর ২৪/১২/২০১৫মজা পাইলাম
-
মোঃ মুলুক আহমেদ ২৩/১২/২০১৫গভীর চিন্তায়, কথাগুলোর আর্থ বুঝতে হবে।
সুন্দর লিখেছেন।