পরিচিতি পাঠ
ভোর রঙ বদলায় চোখে বিশুদ্ধ মদ ঢালি
—পাল্টে যায় প্রেমিকা, পরিচিত চরিত্র।
অনেক হেঁটে ক্লান্ত নই, চায়ে চুমকে
জি.ই.সি মোড়ে সাক্ষী নাই চুম্বনের
সি.ডি.এ এভি রোড জানে তুমি ছেড়েছো
আমাকে —আমি খুন করেছি তোমাকে!
ভোর এত দৈর্ঘায়িত নয়, শিশিরের জল
মনে রাখে না চন্দ্রনাথ শৈলের চুম্বন শব্দ—
মদ ঢেলে পরিষ্কার করি সমাধি
দেখো দু'জনই মৃত, কেউই পরিচিত নই
গুলিয়াখালী, পতেঙ্গা সৈকতে, সাম্পানে
পদচিহ্নের ছাপ সাক্ষী এপিটাফে, মস্তিষ্কে।
—পাল্টে যায় প্রেমিকা, পরিচিত চরিত্র।
অনেক হেঁটে ক্লান্ত নই, চায়ে চুমকে
জি.ই.সি মোড়ে সাক্ষী নাই চুম্বনের
সি.ডি.এ এভি রোড জানে তুমি ছেড়েছো
আমাকে —আমি খুন করেছি তোমাকে!
ভোর এত দৈর্ঘায়িত নয়, শিশিরের জল
মনে রাখে না চন্দ্রনাথ শৈলের চুম্বন শব্দ—
মদ ঢেলে পরিষ্কার করি সমাধি
দেখো দু'জনই মৃত, কেউই পরিচিত নই
গুলিয়াখালী, পতেঙ্গা সৈকতে, সাম্পানে
পদচিহ্নের ছাপ সাক্ষী এপিটাফে, মস্তিষ্কে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০২/১১/২০১৫মন্দ নয়। ভালোই লাগলো।
-
দেবব্রত সান্যাল ০২/১১/২০১৫প্রথমত , বানান , ভাষার কোনো ঠিক নেই। বিষয় , বক্তব্য কোনটাই ভালো নয়। শালীনতা বোধের ও অভাব আছে।
-
শমসের শেখ ০২/১১/২০১৫অনেক ভালো লিখেছেন কবিতায় যা প্রকাশ করতে চেয়েছেন তা অনেকটাই স্পষ্ট। নামকরনটা যথার্থ বলে মনে হলো না দুপুর আবার রাত কিভাবে হয় অনেকটা বাধা হয়ে যাচ্ছে ভেবে দেখতে পারেন।