সঙ্গী
শব্দ ও নৈঃশব্দ এক হয়ে আসে
আকাশ ও পৃথিবী দূরে সরে যায়
তবু আমি তাকে ভালোবাসি-
শাশ্বত কামনায়
মহাকালের স্রোতে বিলীন সময়
বিষণ্ণতা বাড়তে থাকে
আনমনে একদিন তাকে খুঁজে পাই
ফুলে মাখা মৃত্তিকার গন্ধে.......
আকাশ ও পৃথিবী দূরে সরে যায়
তবু আমি তাকে ভালোবাসি-
শাশ্বত কামনায়
মহাকালের স্রোতে বিলীন সময়
বিষণ্ণতা বাড়তে থাকে
আনমনে একদিন তাকে খুঁজে পাই
ফুলে মাখা মৃত্তিকার গন্ধে.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ১০/০৯/২০১৫বা, খুব ভাল লাগলো
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/০৯/২০১৫Valo laga Nirokton Rekheke Gelam ami
-
সবুজ আহমেদ কক্স ০৫/০৯/২০১৫দারুন