অন্তরালে
যার কথা মনে ভেবে ভেবে
স্মৃতির পাতা বয়ে চলে
ক্ষণে ক্ষণে মনে মনে
গেয়ে ওঠে তার গান
চাপা করুন আর্তনাদে
হৃদয় চিত্র শূন্য করে
সে চলে গেছে আজ
বুক ভরা ব্যাথা আর আঁখি ভরা জল
কপোল বেয়ে যাচ্ছে ধেয়ে
সাগর যেনো হচ্ছে অতল
নিভৃতে কথা বলে নিঃশ্বাস
অন্তরাল থেকে বেরিয়ে আসে
স্মৃতি-বিস্মৃতি
সবুজ মাঠ-সকালের সূর্য-চেনা অচেনা
প্রজাপতি
সবার দেখা মেলে
শুধু সেই রূপশ্রী নেই
দেখা মেলে না তার....
স্মৃতির পাতা বয়ে চলে
ক্ষণে ক্ষণে মনে মনে
গেয়ে ওঠে তার গান
চাপা করুন আর্তনাদে
হৃদয় চিত্র শূন্য করে
সে চলে গেছে আজ
বুক ভরা ব্যাথা আর আঁখি ভরা জল
কপোল বেয়ে যাচ্ছে ধেয়ে
সাগর যেনো হচ্ছে অতল
নিভৃতে কথা বলে নিঃশ্বাস
অন্তরাল থেকে বেরিয়ে আসে
স্মৃতি-বিস্মৃতি
সবুজ মাঠ-সকালের সূর্য-চেনা অচেনা
প্রজাপতি
সবার দেখা মেলে
শুধু সেই রূপশ্রী নেই
দেখা মেলে না তার....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফুর রহমান ০৫/০৯/২০১৫চমেৎকাররররর!!!!
-
সুহেল ইবনে ইসহাক ০৫/০৯/২০১৫Nice
-
মোঃ নাজমুল হাসান ০৪/০৯/২০১৫চমৎকার...।
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৪/০৯/২০১৫বেশ
-
কষ্টের ফেরিওলা ০৪/০৯/২০১৫ভালো লাগলো।