ফিরে এসো
ফিরে এসো তুমি, এই সংসারে
শাড়ির ঢেউ তুলে
সব অশ্লীল চিৎকার আর
বর্বর উক্তি স্তব্ধ করে
ফিরে এসো তুমি, এই উদ্যানে
অন্তহীন পথ মাড়িয়ে
বাতাসের সাঁ সাঁ শব্দে
আর রাতের জ্যোৎস্নাকে ফাঁকি দিয়ে
ফিরে এসো তুমি,এই মাঠে
সোনালি ধানের মন মাতানো গন্ধে
আর ঘাসফুলকে বিদায় জানিয়ে
ফিরে এসো তুমি, আমার হৃদয়ে
মাথায় শাড়ির ঘোমটা দিয়ে
বসন্তের কোকিল ডাকা কোন বিকালে
শাড়ির ঢেউ তুলে
সব অশ্লীল চিৎকার আর
বর্বর উক্তি স্তব্ধ করে
ফিরে এসো তুমি, এই উদ্যানে
অন্তহীন পথ মাড়িয়ে
বাতাসের সাঁ সাঁ শব্দে
আর রাতের জ্যোৎস্নাকে ফাঁকি দিয়ে
ফিরে এসো তুমি,এই মাঠে
সোনালি ধানের মন মাতানো গন্ধে
আর ঘাসফুলকে বিদায় জানিয়ে
ফিরে এসো তুমি, আমার হৃদয়ে
মাথায় শাড়ির ঘোমটা দিয়ে
বসন্তের কোকিল ডাকা কোন বিকালে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ৩০/০৮/২০১৫বেশ দারুণ
-
রইস উদ্দিন খান আকাশ ৩০/০৮/২০১৫দারুণ লিখেছেন কবি