হিরণ্য হারুন
হিরণ্য হারুন-এর ব্লগ
-
আমি দাঁড়িয়ে আছি নারী সুলভ ভূমি দৃশ্যের সামনে
সেখানে আগুনের সামনে একটি জোযান—
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে: পরিশ্রান্তু;
আমি সেই জোয়ানকে বাবা বলে ডাক দিলাম [বিস্তারিত] -
কালো কিশোরী— ধরছে বায়না, পরছে সাদা শাড়ি
রূপের নাই বাহার, চোখে বিদ্রোহের পাহাড়!
চেয়ে দ্যাখো কান্ড!
'চোখে নাই কাজল, [বিস্তারিত] -
অনেক স্মৃতি রয়েছে তোমার সাথে— মধ্যাহ্ন থেকে সেই দুপুর রাত।
যাক, ওসব বন্যার জলে!
বেশ কয়েকটি বছর তোমার সাথে কাটিয়েছি।
সমুদ্রের ঢেউ এখন আছড়ে পড়ে— তখনও ছিলো জোয়ার-ভাটা! [বিস্তারিত] -
পেন্সিলের কাঠখড়ি সঙ্গী হীরকের স্বগোত্র
ভুতুড়ে ভ্যালেন্টাইনে পাশের ম্যানসনে
চাঁদের স্নায়ুতে লিনিয়ার এলজাবরার চাষ
গণিতের ভগ্নাংশে কবিতা নিষিদ্ধ ভ্রূণ। [বিস্তারিত] -
তোমার ঠোঁটের চুম্বনে ছড়িয়ে শুধু লিপস্টিক
নিঃসৃত হয়নি হরমোন বায়োলজিতে শুকনো এনজাইম
ভাইরাস ছড়িয়ে হার্ডডিস্কে,গুগল শূন্য ধূ-ধূ মরুভূমি
ফরম্যাট মারা হৃদয়ে লোড হয়নি কোন এক্সের সিডি [বিস্তারিত] -
ঘুমজাগা ডাহুকের উদাস চিন্তায়, ভোরের দরজা খুলে গেলে —
দেখি, বয়ে চলে নাব্য নদী চোখের পাতায়।
হ্যামেলিন বাঁশিওয়ালার উটকো উটভট সুরে
ভেজা কাচের শহরে সিক্ত জামায় প্রতিফলিত উড়োপ্রজাপতি। [বিস্তারিত] -
এই নীল ক্যাম্পাসে লেকের পাড়ে ব'সে আছো তুমি।
গভীর প্রতীক্ষায়।কোনো একজন পুরুষ আসবে বলে।
তোমার সাগরের লাল জলে মিশে আছে তার নিশ্বাস —
প্রেমের মুখরতায়। [বিস্তারিত] -
অজানা কোনো ডাকে
বারবার পিছু ফিরে আমি হতাশ
কোনো মমিতে
হাসনাহেনা ফুলের সুগন্ধি দিয়ে [বিস্তারিত] -
গবীরের হিমোগ্লোবিন জ্বালিয়ে
বস্তি পোড়া রঙ লাল— টকটকে লাল
কোথায় ছাই নেই
অবশিষ্টে ঈশ্বরের পোড়া মাংস এত কালো কেন! [বিস্তারিত] -
বাসর রাতে,সঙ্গম হয়নি
ভোরে কনে গেছে চাঁনে
গণিতে নয় সমীকরণ হয় প্রতিবেশীর কানে! [বিস্তারিত] -
ভোর রঙ বদলায় চোখে বিশুদ্ধ মদ ঢালি
—পাল্টে যায় প্রেমিকা, পরিচিত চরিত্র।
অনেক হেঁটে ক্লান্ত নই, চায়ে চুমকে
জি.ই.সি মোড়ে সাক্ষী নাই চুম্বনের [বিস্তারিত] -
শব্দ ও নৈঃশব্দ এক হয়ে আসে
আকাশ ও পৃথিবী দূরে সরে যায়
তবু আমি তাকে ভালোবাসি-
শাশ্বত কামনায় [বিস্তারিত] -
যার কথা মনে ভেবে ভেবে
স্মৃতির পাতা বয়ে চলে
ক্ষণে ক্ষণে মনে মনে
গেয়ে ওঠে তার গান [বিস্তারিত] -
ফিরে এসো তুমি, এই সংসারে
শাড়ির ঢেউ তুলে
সব অশ্লীল চিৎকার আর
বর্বর উক্তি স্তব্ধ করে [বিস্তারিত] -
বর্ষার অন্তহীন আকাশ
কালো মেঘে ঢাকা
উগ্র গর্জন আর আলোক ছটা
সঙ্গী করে বাজের শব্দ [বিস্তারিত]
- ১
- ২