শেষ কথা
সব কথা শেষ হবে একদিন
তুমিও চলে যাবে স্মৃতির পাশে।
আমার সব আশা স্বপ্ন ভাবনা
শ্মশানের দাউ দাউ চিতায়
কাঠ পোড়ার শব্দে তোমার মনে আঁচোড় কাটবে।
তুমি সাজাবে, সময় লিখবে নতুন কিছু
প্রতিটা সমাপ্তি শেষ হয় না কখনো।
সব চলে যাওয়ার আড়ালে
কিছু অব্যক্ত কষ্টের সময় প্রহর গোনে।
তোমার স্মৃতির গন্ডিতে তখন লক্ষ্যহীন সময়ের কাঁটা
টিক টিক করে খুলবে একেকটা পাতা ।
তোমার বিনিদ্র রাতে চোখের পাতায়
সারা শরীর জুড়ে আমার স্পর্শের কাঁটা ।
তুমি হাতে হাত রেখে
হাঁটবে এক একটি কাল।
অনুতপ্ত সময়
আর সময়ের পথ চলা ।
সব কথা শেষ হবে একদিন
আবার ভোরের শিশির কে ছুয়ে যাবে প্রথম কিরণ ।
তুমি অনুভবে জ্বেলে রেখো গোপন প্রদীপ
তোমার ইচ্ছে রেখে দিও সময়ের ডায়েরীতে ।
আমি ফিরবো আবার,আমি জাগাবো তোমাকে
আমার কবিতার স্পর্শে তোমার বিনিদ্র রাত ।
তুমিও চলে যাবে স্মৃতির পাশে।
আমার সব আশা স্বপ্ন ভাবনা
শ্মশানের দাউ দাউ চিতায়
কাঠ পোড়ার শব্দে তোমার মনে আঁচোড় কাটবে।
তুমি সাজাবে, সময় লিখবে নতুন কিছু
প্রতিটা সমাপ্তি শেষ হয় না কখনো।
সব চলে যাওয়ার আড়ালে
কিছু অব্যক্ত কষ্টের সময় প্রহর গোনে।
তোমার স্মৃতির গন্ডিতে তখন লক্ষ্যহীন সময়ের কাঁটা
টিক টিক করে খুলবে একেকটা পাতা ।
তোমার বিনিদ্র রাতে চোখের পাতায়
সারা শরীর জুড়ে আমার স্পর্শের কাঁটা ।
তুমি হাতে হাত রেখে
হাঁটবে এক একটি কাল।
অনুতপ্ত সময়
আর সময়ের পথ চলা ।
সব কথা শেষ হবে একদিন
আবার ভোরের শিশির কে ছুয়ে যাবে প্রথম কিরণ ।
তুমি অনুভবে জ্বেলে রেখো গোপন প্রদীপ
তোমার ইচ্ছে রেখে দিও সময়ের ডায়েরীতে ।
আমি ফিরবো আবার,আমি জাগাবো তোমাকে
আমার কবিতার স্পর্শে তোমার বিনিদ্র রাত ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Very nice poem.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৯/২০১৭অনেক ভালো।
-
রেজাউল আবেদীন ২৬/০৯/২০১৭শেষ হতে নেই। মানুষের আশা অনেক বড় তাই।
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭একটা আশার কথা আছে। সুন্দর। শুভেচ্ছা কবিকে।
-
ন্যান্সি দেওয়ান ২৬/০৯/২০১৭Very sweet.