ফেনিল স্বপ্ন
থাক না কিছু গোপন ভুল বোঝাবুঝি
তোমার আমার মাঝে,
নাইবা তৃপ্ত মন নিয়ে ভিজলে চাঁদ জ্যোৎস্নায়,
অমাবস্যার নিতি আন্ধকারে নাপাওয়া মন করুক তাণ্ডবনৃত্য,
পাওয়া নাপাওয়া হিসাবের নামতায়
টেনে হিচরে নামাতে চাইনা জীবন।
ভালবাসা, আনুরাগ ও অভিমান
শব্দের অর্থ না হয় থাক অভিধানের পাতায়
নদীর পাড় ভাঙ্গা শব্দে নীজেকে না লুকিয়ে
আমাদের ফেনিল স্বপ্ন গুলি ঠিক সমুদ্রে গিয়ে পরবে।
কে বলতে পারে____
এটাই হয়তো বেঁচে থাকার ইতিহাস হবে।
তোমার আমার মাঝে,
নাইবা তৃপ্ত মন নিয়ে ভিজলে চাঁদ জ্যোৎস্নায়,
অমাবস্যার নিতি আন্ধকারে নাপাওয়া মন করুক তাণ্ডবনৃত্য,
পাওয়া নাপাওয়া হিসাবের নামতায়
টেনে হিচরে নামাতে চাইনা জীবন।
ভালবাসা, আনুরাগ ও অভিমান
শব্দের অর্থ না হয় থাক অভিধানের পাতায়
নদীর পাড় ভাঙ্গা শব্দে নীজেকে না লুকিয়ে
আমাদের ফেনিল স্বপ্ন গুলি ঠিক সমুদ্রে গিয়ে পরবে।
কে বলতে পারে____
এটাই হয়তো বেঁচে থাকার ইতিহাস হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০৯/০৩/২০১৬বেশ
-
মাহাবুব ০৮/০৩/২০১৬তারুণ্যে স্বগত কবি বন্ধু, কবিতাটা ভালো হয়েছে তবে একটু এডিট করা দরকার, আশাকরি ভালো করে পুরো কবিতাটা পড়ে দেখবেন।
-
দেবব্রত সান্যাল ০৮/০৩/২০১৬কিছু শব্দ এডিট করতে হবে। তারুণ্যে স্বাগত।