এক পশলা বৃষ্টি
কল্পনায় খোদাই করেছি
তোমার অনন্ত অসীম রূপ
অফুরন্ত তোমার ভালোবাসা
তুমি কবির প্রেরনা।
অতিবাহিত লক্ষ্যহীন উদ্ধার করেছ
আমার যন্ত্রণা সংলাপ
আমার ধূলিমাখা জীবনে
তুমিই প্রথম
আমায় করিয়েছো স্নান।
তোমার বজ্রের দৃঢ়তা আমায় দিয়েছে গতি।
আমার চৈত্রবেলায় তুমিই এক পশলা বৃষ্টি।।
তোমার অনন্ত অসীম রূপ
অফুরন্ত তোমার ভালোবাসা
তুমি কবির প্রেরনা।
অতিবাহিত লক্ষ্যহীন উদ্ধার করেছ
আমার যন্ত্রণা সংলাপ
আমার ধূলিমাখা জীবনে
তুমিই প্রথম
আমায় করিয়েছো স্নান।
তোমার বজ্রের দৃঢ়তা আমায় দিয়েছে গতি।
আমার চৈত্রবেলায় তুমিই এক পশলা বৃষ্টি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবজ্যোতিকাজল ১০/০৩/২০১৬ভাললিখেছ
-
প্রদীপ চৌধুরী. ০৯/০৩/২০১৬দারুণ লাগলো
-
মনিরুজ্জামান জীবন ০৮/০৩/২০১৬অপূর্ব
-
অভিষেক মিত্র ০৮/০৩/২০১৬বেশ লাগল।
-
মাহাবুব ০৮/০৩/২০১৬রূপ বানানটা ঠিককরে নিবেন,
এছাড়া কবিতাটা ভালোই হয়েছে শুভেচ্ছা।
ভালো থাকবেন। -
দেবব্রত সান্যাল ০৮/০৩/২০১৬রূপ