।। জীবন ছন্দ ।।
শব্দ দিয়ে তুমি যতই সাজাও আকাশ
রংতুলি দিয়ে রাঙিয়ে তুলতে পারো
বাহবা পেতে পারো তারাদের কাছে
কিন্তু যখনই চাইবে বুকের শ্বাস
পাবে কি তুমি নির্মল বাতাস ?
একটি তুচ্ছ জিজ্ঞাসা চিহ্ন__
ব্যাপক নাশন হয়ে প্রানবায়ু থামায়,
সাময়িক শোকের অভ্যাস |
জীবন মৃত্যুর মধ্যে হয়তো সেতু বন্ধন
বোঝা যায় বহুচেনা ওই দেবিকা ধ্বনি
সদ্য পদ্মে নতুন শিশির ।
এতবার লেখা হল তোমায়,
তবুও আকাশকে সম্পূর্ণ অচেনা
কোন নতুন উপমা দিয়ে সাজানো হলনা!
বাতাস যখন ঝড়,ধ্বংস,প্রকৃতি সাজায়
আমি এক অচেনা মানুষ__
কবিতার সিঁড়ি ভেঙ্গে শ্মশানে নামি
ছাইভষ্ম দিয়ে আকাশকে রাঙাই
আমার সধ্যকি আমার মৃত্যুকে ফেরাই
কিছুদিন নাহয় ছন্দের বাইরে থেকে
ফিরবো নতুন ছন্দে ।
রংতুলি দিয়ে রাঙিয়ে তুলতে পারো
বাহবা পেতে পারো তারাদের কাছে
কিন্তু যখনই চাইবে বুকের শ্বাস
পাবে কি তুমি নির্মল বাতাস ?
একটি তুচ্ছ জিজ্ঞাসা চিহ্ন__
ব্যাপক নাশন হয়ে প্রানবায়ু থামায়,
সাময়িক শোকের অভ্যাস |
জীবন মৃত্যুর মধ্যে হয়তো সেতু বন্ধন
বোঝা যায় বহুচেনা ওই দেবিকা ধ্বনি
সদ্য পদ্মে নতুন শিশির ।
এতবার লেখা হল তোমায়,
তবুও আকাশকে সম্পূর্ণ অচেনা
কোন নতুন উপমা দিয়ে সাজানো হলনা!
বাতাস যখন ঝড়,ধ্বংস,প্রকৃতি সাজায়
আমি এক অচেনা মানুষ__
কবিতার সিঁড়ি ভেঙ্গে শ্মশানে নামি
ছাইভষ্ম দিয়ে আকাশকে রাঙাই
আমার সধ্যকি আমার মৃত্যুকে ফেরাই
কিছুদিন নাহয় ছন্দের বাইরে থেকে
ফিরবো নতুন ছন্দে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৩/০৩/২০১৬সুন্দর প্রকাশ
-
পরশ ০৩/০৩/২০১৬সুন্দর
-
আশরাফুল ইসলাম শিমুল ০২/০৩/২০১৬সুন্দর প্রকাশ
-
হরেকৃষ্ণ দে ০১/০৩/২০১৬নব ছন্দে আনো নব প্রভাত।ভালোলাগা জেগে থাক নিরবধি।
-
মনিরুজ্জামান জীবন ২৯/০২/২০১৬অনেক ভালো লাগলো।
-
ধ্রুব রাসেল ২৯/০২/২০১৬ভাল লাগলো। ভাল লিখুন।
-
নির্ঝর ২৯/০২/২০১৬দারুন
-
দেবব্রত সান্যাল ২৯/০২/২০১৬তারুণ্যে আপনাকে স্বাগত। আরো লিখুন , ভালো লিখুন। শুভেচ্ছা রইল।