www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চশমা

বাবা দাদুদের সে দিন গুলো
অবলুপ্ত,নেই সে চোখের অালোক গ্রাহক কোষ।
তাই দাদুভাই বলে গেছে
দিদি ভাই তোমাদের যা দিনকাল
চশমা চাই,
চশমা কিনো কিন্তু।
পথ ঘাটের যা অবস্থা
খাল খন্দরে পা দিলে
রক্ষে পাবে না মুখ তুলে চলবার।

চশমা চোখে দেখো
নিষ্ঠুর নিমক হারাম পাথর গুলো,
চিনতে হবে উন্মত্ত অবিবেচকদের।
সেদিনের সেই দাদুর কথা
পথ চলতে চশমা চাই,
চাই সোজা পথে
সম্ভ্রম অটুট রাখতে সব
দিদি ভাইদের।

অশান্ত নিরাপত্তা,
অসামাজিক অহরহ ঘটনাবহুল
সঙ্কুল পরিমন্ডলে
বেঅাব্রু মানবিক চেতনা
গ্রাস করেছে কামনার লেলিহান কাটা পথ।

সত্যিই অশিক্ষিত মেকি মুখোশের
বন্ধু রাজ পথ গুলো
চশমার রন্জন রশ্মিতে ভেদ করে
প্রতিহত করতে
অবশ্যই চাই একটা চশমা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast