অন্য রাজা
যে ছেলেটা অভাব পেটে
রোজ ঘুমোতে থাকে,
তার নাম রাজা।
অভাবের ক্ষেত্রফল দিনে দিনে
ঘিরে ফেলছে রাজাকে।
রাজার মুখমন্ডলে দেখেছি
বুদ্ধিমত্তার ঢেউ খেলানো নতুন ভোরের ছাপ।
তাকে চলে যেতে হবে
গ্রাম,যেতে হবে ভবঘুরে প্রচ্ছদে।
মেধার প্রতিযোগিতাতে
রাজা এখন দশ জনের একজন।
অভাব ভরা পরিবারে স্বপ্নেরা
সাহস দিতে থাকে।
ছেলেটা রাজার মতো
তারিফ খেতে থাকে সকলের
শুভেচ্ছাভরা অন্তর থেকে।
এক মুখরিত ঘনঘোর কালো মেঘ
এলো সব সুখের স্বপ্ন ছিন্ন করতে,
সুনামির বেশে যমরাজ নিলো কোলে।
কঙ্কাল করোটি
অকাল বোধনে সামিল হলো।
সেই রাজা অনভিপ্রেত
অস্তমিত হলো,
মা বাবা পাগল মনে
ধুক ধুক করে প্রাণের ফ্যাকাসে
স্পন্দনে জেগে থাকে দিন রাত।
রোজ ঘুমোতে থাকে,
তার নাম রাজা।
অভাবের ক্ষেত্রফল দিনে দিনে
ঘিরে ফেলছে রাজাকে।
রাজার মুখমন্ডলে দেখেছি
বুদ্ধিমত্তার ঢেউ খেলানো নতুন ভোরের ছাপ।
তাকে চলে যেতে হবে
গ্রাম,যেতে হবে ভবঘুরে প্রচ্ছদে।
মেধার প্রতিযোগিতাতে
রাজা এখন দশ জনের একজন।
অভাব ভরা পরিবারে স্বপ্নেরা
সাহস দিতে থাকে।
ছেলেটা রাজার মতো
তারিফ খেতে থাকে সকলের
শুভেচ্ছাভরা অন্তর থেকে।
এক মুখরিত ঘনঘোর কালো মেঘ
এলো সব সুখের স্বপ্ন ছিন্ন করতে,
সুনামির বেশে যমরাজ নিলো কোলে।
কঙ্কাল করোটি
অকাল বোধনে সামিল হলো।
সেই রাজা অনভিপ্রেত
অস্তমিত হলো,
মা বাবা পাগল মনে
ধুক ধুক করে প্রাণের ফ্যাকাসে
স্পন্দনে জেগে থাকে দিন রাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২৭/০২/২০১৬Bah besh shundor
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬কবি আমাদেরকে আপনার এই সুন্দর কবিতাটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ।
-
ধ্রুব রাসেল ২০/০২/২০১৬বেদনাদায়ক কবিতা..! প্রানের বানানটি ঠিক করে নিবেন।
-
মাহাবুব ২০/০২/২০১৬সুন্দর কবিতাটা কবি,শুভেচ্ছা।
-
মনিরুজ্জামান জীবন ২০/০২/২০১৬সুন্দর।
-
গাজী তৌহিদ ১৯/০২/২০১৬আহা রে! কী বেদনা দায়ক ঘটনার সাবলীল উপস্থাপন!
ধন্যবাদ কবি -
প্রদীপ চৌধুরী. ১৯/০২/২০১৬Valo laglo pore
-
মোঃ মুসা খান ১৯/০২/২০১৬nice l
-
নির্ঝর ১৯/০২/২০১৬সহমত