যদি হতাম
যদি হতাম টেথস্কোপ,
নিমেষে শুনাতাম বুকের ব্যথা।
কানে দিতাম প্রাণের ছোপ।
যদি হতেম এরোপ্লেন,
ক্ষণিক পরে যেতাম চলে গন্তব্যস্থল।
বুকে বাজাতাম ভালোবাসার সাইরেণ।
যদি হতাম মেশিনগান,
নিজেকে বারুদ জ্বেলে
নি:শেষ করতাম শত্রুদের কলতান।
যদি হতাম অক্ষর,
সকলকে করতাম স্বাক্ষর।
থাকতাম না কেউ নিরক্ষর।
যদি হতাম মাটি,
সকল ক্ষেতে ফলাতাম শস্য
প্রাণে দিতাম সোনার কাঠি।
যদি হতেম জল,
মেটাতাম প্রাণ পিপাসা।
মরুর বুকে দিতাম ভরে সজল।
নিমেষে শুনাতাম বুকের ব্যথা।
কানে দিতাম প্রাণের ছোপ।
যদি হতেম এরোপ্লেন,
ক্ষণিক পরে যেতাম চলে গন্তব্যস্থল।
বুকে বাজাতাম ভালোবাসার সাইরেণ।
যদি হতাম মেশিনগান,
নিজেকে বারুদ জ্বেলে
নি:শেষ করতাম শত্রুদের কলতান।
যদি হতাম অক্ষর,
সকলকে করতাম স্বাক্ষর।
থাকতাম না কেউ নিরক্ষর।
যদি হতাম মাটি,
সকল ক্ষেতে ফলাতাম শস্য
প্রাণে দিতাম সোনার কাঠি।
যদি হতেম জল,
মেটাতাম প্রাণ পিপাসা।
মরুর বুকে দিতাম ভরে সজল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৫/০৩/২০১৬সুন্দর লেগেছে।
-
হাসান কাবীর ১৪/০২/২০১৬অভিযান পালের সাথে সহমত, তারপরও ভালো লেগেছে, শুভেচ্ছা।
-
অভিযান পাল ১৩/০২/২০১৬কবিবন্ধু একটা কথা বলি । ২০১৬ সাল চলছে । "করতেম, যেতেম, জানতেম, করলেম, এলেম, " ইত্যাদি ক্রিয়াপদের ব্যবহার সাহিত্যে প্রায় এখন অচল । শেষ পাওয়া যাচ্ছে ১৯৩৯ সালে রবীন্দ্রনাথ রচিত একটি গানে, "বাহির হলেম আমি আপন ভিতর হতে ।" এটা একটা লিরিক । রবীন্দ্রনাথ তাঁর "রোগশয্যা, আরোগ্য বা শেষলেখায়, এই ক্রিয়াপদের ব্যবহার বাতিল করেছিলেন ।
তা ছাড়া কবিতাটি একেবারেই দাঁড়ায়নি । আর প্রচুর বানান ভুল আছে ।
১)টেথোস্কোপ নয় > স্টেথস্কোপ
২) ব্যাথা> ব্যথা
৩) প্রানের> প্রাণের
৪)মন্ত্রনা> মন্ত্রণা
৫) ক্ষ্নিক> ক্ষণিক
৬) দুরকে> দূরকে
৭) সুর্য>সূর্য
৮)প্রানে>প্রাণে
৯)দুর> দূর
১০) প্রানের > প্রাণের
১১) মরুভুমি> মরুভূমি
* "নিরক্ষর" কে আবসান করা যায় না । নিরক্ষরতার অবসান করা যায় ।
প্রতি স্তবকে শুরুতে "হতেম" তারপরই লিখছেন দিতাম, করতাম ইত্যাদি । দিতেম করতেম নয় কেন ? -
মনিরুজ্জামান জীবন ১৩/০২/২০১৬নান্দনিক ছোঁয়ায় অপূর্ব।
-
মাহাবুব ১২/০২/২০১৬সুন্দর, ভালো হয়েছে।
শুভেচ্ছা। -
ধ্রুব রাসেল ১২/০২/২০১৬ভাল লিখলেন।
-
বিদ্রোহী ফাহিম খান ১১/০২/২০১৬অসাধারণ লিখেছেন...!
-
নিলয় পারভেজ হৃদয় ১১/০২/২০১৬জটিল
-
গাজী তৌহিদ ১১/০২/২০১৬অনেক ভাল হয়েছে ভাই।