www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি হতাম

যদি হতাম টেথস্কোপ,
নিমেষে শুনাতাম বুকের ব্যথা।
কানে দিতাম প্রাণের ছোপ।

যদি হতেম এরোপ্লেন,
ক্ষণিক পরে যেতাম চলে গন্তব্যস্থল।
বুকে বাজাতাম ভালোবাসার সাইরেণ।

যদি হতাম মেশিনগান,
নিজেকে বারুদ জ্বেলে
নি:শেষ করতাম শত্রুদের কলতান।

যদি হতাম অক্ষর,
সকলকে করতাম স্বাক্ষর।
থাকতাম না কেউ নিরক্ষর।

যদি হতাম মাটি,
সকল ক্ষেতে ফলাতাম শস্য
প্রাণে দিতাম সোনার কাঠি।

যদি হতেম জল,
মেটাতাম প্রাণ পিপাসা।
মরুর বুকে দিতাম ভরে সজল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লেগেছে।
  • হাসান কাবীর ১৪/০২/২০১৬
    অভিযান পালের সাথে সহমত, তারপরও ভালো লেগেছে, শুভেচ্ছা।
  • অভিযান পাল ১৩/০২/২০১৬
    কবিবন্ধু একটা কথা বলি । ২০১৬ সাল চলছে । "করতেম, যেতেম, জানতেম, করলেম, এলেম, " ইত্যাদি ক্রিয়াপদের ব্যবহার সাহিত্যে প্রায় এখন অচল । শেষ পাওয়া যাচ্ছে ১৯৩৯ সালে রবীন্দ্রনাথ রচিত একটি গানে, "বাহির হলেম আমি আপন ভিতর হতে ।" এটা একটা লিরিক । রবীন্দ্রনাথ তাঁর "রোগশয্যা, আরোগ্য বা শেষলেখায়, এই ক্রিয়াপদের ব্যবহার বাতিল করেছিলেন ।
    তা ছাড়া কবিতাটি একেবারেই দাঁড়ায়নি । আর প্রচুর বানান ভুল আছে ।
    ১)টেথোস্কোপ নয় > স্টেথস্কোপ
    ২) ব্যাথা> ব্যথা
    ৩) প্রানের> প্রাণের
    ৪)মন্ত্রনা> মন্ত্রণা
    ৫) ক্ষ্নিক> ক্ষণিক
    ৬) দুরকে> দূরকে
    ৭) সুর্য>সূর্য
    ৮)প্রানে>প্রাণে
    ৯)দুর> দূর
    ১০) প্রানের > প্রাণের
    ১১) মরুভুমি> মরুভূমি
    * "নিরক্ষর" কে আবসান করা যায় না । নিরক্ষরতার অবসান করা যায় ।
    প্রতি স্তবকে শুরুতে "হতেম" তারপরই লিখছেন দিতাম, করতাম ইত্যাদি । দিতেম করতেম নয় কেন ?
    • হরেকৃষ্ণ দে ১৩/০২/২০১৬
      এ হেন সুচিন্তিত মন্তব্যে খুব খুশি হলাম।ভুল গুলো সম্পাদন করে নেব।পাশে থেকে এতটা সাহায্য করার জন্য ধন্যবাদ।
      • অভিযান পাল ১৩/০২/২০১৬
        আপনার ঔদার্যে আমি মুগ্ধ । কবিরা সাধারণত বিরূপ সমালোচনা পছন্দ করেন না । এই সব সাইটে "ভালো' "সুন্দর", "অসাধারণ" ইত্যাদি মন্তব্য করাই রীতি । কেন না মন্তব্য করার একটা বাধ্যবাধকতা থাকে । এই জাতীয় মন্তব্য শুনতে ভালো হলেও আদতে কবিকে বুঝতে সাহায্য করে না, সে কবিতা লেখার ঠিক কোন স্তরে দাঁড়িয়ে আছে । আমার এই মন্তব্য যদি আপানাকে কোনওভাবে সচেতন করে তা হ লে আমার লাভ, আমি আপনার কাছে ভালো কবিতা পাওয়ার আশায় থাকব, অন্য পাঠকের লাভ তাঁরা ভালো কবিতা পেতে পারবেন আর সাহিত্যের লাভ ।
        আপনাকে শুভেচ্ছা জানাই ও কাবিতা রচনায় আপনার সাফল্য কামনা করি । ধন্যবাদ ।
        • হরেকৃষ্ণ দে ১৩/০২/২০১৬
          আমি নতুন। লিখতে চেষ্টা করছি।উদ্যম আছে।কিন্তু গাইডের অভাব।যাইহোক আপনার একটূ হেল্প পাচ্ছি এতেই ভাল লাগছে।পারলে কবিতা ডট কমে আমার পাতাতে এসে মতামত দিবেন।এটা আমার অনুরোধ।ভাল থাকবেন।
  • নান্দনিক ছোঁয়ায় অপূর্ব।
  • মাহাবুব ১২/০২/২০১৬
    সুন্দর, ভালো হয়েছে।
    শুভেচ্ছা।
  • ধ্রুব রাসেল ১২/০২/২০১৬
    ভাল লিখলেন।
  • অসাধারণ লিখেছেন...!
  • জটিল
    • হরেকৃষ্ণ দে ১৩/০২/২০১৬
      জটিল ভাবনাগুলো অনর্গল ঘুরপাক খেতে থাকে।যদি শুভ কাজে লিপ্ত থাকতে পারি সে ভাবনার ছিটে ফোটা দিতে পারতাম তাহলে সার্থক হতো জনম।
      ভালো থাকুন এই সুন্দর ধরাতলে।
  • গাজী তৌহিদ ১১/০২/২০১৬
    অনেক ভাল হয়েছে ভাই।
 
Quantcast