দেনা
অনেকবার চেতনার ঢেউ মেখে
কর্তব্যের সিন্ধুক খুলেছি,
যখন পিতা মাতার শত ছিন্ন পরিধানের
নিরাপত্তাতে স্নেহের ছবি দেখি।
রাতে শোবার পরে,
উত্তাপের নব কলেবরে অহমিকা
গ্রাস করে,
মানবিক বোধ গুলোকে।
স্বার্থপর ব্লেজারের পাট ভেঙে
খাবি খেতে থাকে,
ক্ষত বিক্ষত রক্ত স্রোতে।
গনক যন্ত্রে পারদের চিকন বেশ,
সম্পর্ক গুলোকে কুন্ডলিত করে।
কাঙ্খিত তালুপথ দেনা গ্রস্ত করে।
জন্মদাতাদের রাতের স্বপ্ন গুলো,
বেনো জলের মতো অন্তর্ঘাত করে।
পাথরের মতো প্রতিরোধ প্রবনতা,
দেনার প্রতিশ্রুতিতে মুখ ঢেকে থাকে।
কর্তব্যের সিন্ধুক খুলেছি,
যখন পিতা মাতার শত ছিন্ন পরিধানের
নিরাপত্তাতে স্নেহের ছবি দেখি।
রাতে শোবার পরে,
উত্তাপের নব কলেবরে অহমিকা
গ্রাস করে,
মানবিক বোধ গুলোকে।
স্বার্থপর ব্লেজারের পাট ভেঙে
খাবি খেতে থাকে,
ক্ষত বিক্ষত রক্ত স্রোতে।
গনক যন্ত্রে পারদের চিকন বেশ,
সম্পর্ক গুলোকে কুন্ডলিত করে।
কাঙ্খিত তালুপথ দেনা গ্রস্ত করে।
জন্মদাতাদের রাতের স্বপ্ন গুলো,
বেনো জলের মতো অন্তর্ঘাত করে।
পাথরের মতো প্রতিরোধ প্রবনতা,
দেনার প্রতিশ্রুতিতে মুখ ঢেকে থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তৌহিদ ১২/০২/২০১৬
-
নির্ঝর ১০/০২/২০১৬ভাল
-
মনিরুজ্জামান জীবন ০৯/০২/২০১৬অনন্য।
-
বিদ্রোহী ফাহিম খান ০৯/০২/২০১৬দুর্দান্ত
-
ধ্রুব রাসেল ০৯/০২/২০১৬অসাধারণ লেখনী।
-
মোবারক হোসেন ০৯/০২/২০১৬ভাল
শুভেচ্ছা!