তোমাকে পাবার জন্যে হে কালপুরুষ
অভিনব আমাদের একমাত্র সন্তান.
স্নেহ ভরা বুকে রেখে গল্প বলতাম।
সন্ধ্যার তারার দিকে রোজ চোখ মেলে থাকতো,
বই শ্লেটের কথা বললে
এমন মনমরার মতো গুন গুন করে
কি যে বলতো জানতে পারতাম না।
ঠাকুমা দাদুর কাছে কালপুরুষের সাথে
বন্ধু করেছে।
তাই সে কাছে পেতে চাই কালপুরুষকে,
তার জন্মদিনে।
কালপুরুষকে নিমন্ত্রণ করবে,
তাকে জন্মদিনের কেক কেটে দেবে,
এই তার ইচ্ছে।
হে কালপুরুষ!
তোমাকে পাবার জন্যে,
তোমার তরবারি,কোমরের বেল্ট
নেবার জন্য কত রাত্রি অনিদ্রাতে
গুমরে উঠেছে অভিনব।
তোমার জন্য,
একটা নতুন সন্ধ্যার আকাশ জন্ম দেবার
জন্য ঘুরে ঘুরে হামাগুড়ি দিতে দেখেছি।
উদাস চোখে বসে থাকে
তোমাকে পাবার জন্য,হে কালপুরুষ!
স্নেহ ভরা বুকে রেখে গল্প বলতাম।
সন্ধ্যার তারার দিকে রোজ চোখ মেলে থাকতো,
বই শ্লেটের কথা বললে
এমন মনমরার মতো গুন গুন করে
কি যে বলতো জানতে পারতাম না।
ঠাকুমা দাদুর কাছে কালপুরুষের সাথে
বন্ধু করেছে।
তাই সে কাছে পেতে চাই কালপুরুষকে,
তার জন্মদিনে।
কালপুরুষকে নিমন্ত্রণ করবে,
তাকে জন্মদিনের কেক কেটে দেবে,
এই তার ইচ্ছে।
হে কালপুরুষ!
তোমাকে পাবার জন্যে,
তোমার তরবারি,কোমরের বেল্ট
নেবার জন্য কত রাত্রি অনিদ্রাতে
গুমরে উঠেছে অভিনব।
তোমার জন্য,
একটা নতুন সন্ধ্যার আকাশ জন্ম দেবার
জন্য ঘুরে ঘুরে হামাগুড়ি দিতে দেখেছি।
উদাস চোখে বসে থাকে
তোমাকে পাবার জন্য,হে কালপুরুষ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০৮/০২/২০১৬অনবদ্য ব্যঞ্জনাময়।
-
মোঃ মেহেদী হাসান মান্না ০৮/০২/২০১৬প্রিয় আঙ্গিকে অসাধারন লেখা|
-
বিদ্রোহী ফাহিম খান ০৮/০২/২০১৬চমৎকার লিখেছেন॥ ভালো লাগলো॥
-
বিদ্রোহী ফাহিম খান ০৮/০২/২০১৬চমৎকার লিখেন॥ ভালো লাগলো॥
-
মাহাবুব ০৮/০২/২০১৬বেশ তো, কালপুরুষ।
-
ধ্রুব রাসেল ০৮/০২/২০১৬ভাল লিখুন
-
অভিযান পাল ০৮/০২/২০১৬বেশ সুন্দর । ভালো থাকুন ।