ডাকাডাকি
ডাকাডাকির অনেক কথা,
বলছি সকল ডাকের সার্থকতা:
মেঘ ডাকলে গুরু গুরু,
শব্দ শুনে কালো মেঘে হই যে মরু মরু।
নাক ডাকলে ঘুমের ব্যাঘাত,
জেগেই মরি সারারাত।
বান ডাকলে জলের ঠেলা,
বান ভাসিতে ঘর দোর সব হবে ভেলা।
মোরগ ডাকলে ভোরের প্রহর,
জাগবে সকল গ্রামের নধর।
ব্যাঙ ডাকলে ভেকের কলরব,
বাদল দিনে উঠবে কানে গ্যাঙোর গ্যাঙোর সরব।
মা ডাকলে বুকের মাঝে জাগবে দিশা,
খোকন স্বরে পাই যে ভালোবাসা।
মন ডাকলে হই যে মাতাল,
উঠবো ভেদে অাকাশ পাতাল।
পেট ডাকলে গ্যাস অম্বল,
ভুট ভাট শব্দে কাবু উদরতল।
নাম ডাকলে ফুলে ওঠে বুক,
মনের মাঝে জেগে ওঠে অগাধ সুখ।।
বলছি সকল ডাকের সার্থকতা:
মেঘ ডাকলে গুরু গুরু,
শব্দ শুনে কালো মেঘে হই যে মরু মরু।
নাক ডাকলে ঘুমের ব্যাঘাত,
জেগেই মরি সারারাত।
বান ডাকলে জলের ঠেলা,
বান ভাসিতে ঘর দোর সব হবে ভেলা।
মোরগ ডাকলে ভোরের প্রহর,
জাগবে সকল গ্রামের নধর।
ব্যাঙ ডাকলে ভেকের কলরব,
বাদল দিনে উঠবে কানে গ্যাঙোর গ্যাঙোর সরব।
মা ডাকলে বুকের মাঝে জাগবে দিশা,
খোকন স্বরে পাই যে ভালোবাসা।
মন ডাকলে হই যে মাতাল,
উঠবো ভেদে অাকাশ পাতাল।
পেট ডাকলে গ্যাস অম্বল,
ভুট ভাট শব্দে কাবু উদরতল।
নাম ডাকলে ফুলে ওঠে বুক,
মনের মাঝে জেগে ওঠে অগাধ সুখ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ০৮/০২/২০১৬হা হা অনেক অনেক ভাল
-
রাশেদ খাঁন ০৭/০২/২০১৬sundor
-
ধ্রুব রাসেল ০৭/০২/২০১৬ডাকাডাকি'র কথা
আসলেই সার্থকতা। -
বিদ্রোহী ফাহিম খান ০৬/০২/২০১৬হা! হা! দারুণ লিখেছেন কবি! ভালো লাগলো!