ল্যাম্পোস্ট
যা কিছু ঘিরে থাকে চারিদিক!
তার মাঝে নিথর বুকে,
জ্বাালাও তুমি সবার
চোখে অালোর
রেখা।।
এক পা সারাদিন মাটির বুকে!
ক্লান্ত দেহ মাথা তুলে,
থাকো তুমি জেগে।
ঘোচাও তুমি
অন্ধকার।।
রাতের বুকে একক মনে শুধু!
রাস্তা করো নবছন্দে ঝলমল।
হও নাকো ম্লান।
করো নি:শেষে
দান।।
বন্ধুমনে পাই গো তোমার পরশ!
রইবে তুমি মনে জেগে।
দেবো মোদের ভালবাসা,
হবো তোমার
অনুরক্ত।।
তার মাঝে নিথর বুকে,
জ্বাালাও তুমি সবার
চোখে অালোর
রেখা।।
এক পা সারাদিন মাটির বুকে!
ক্লান্ত দেহ মাথা তুলে,
থাকো তুমি জেগে।
ঘোচাও তুমি
অন্ধকার।।
রাতের বুকে একক মনে শুধু!
রাস্তা করো নবছন্দে ঝলমল।
হও নাকো ম্লান।
করো নি:শেষে
দান।।
বন্ধুমনে পাই গো তোমার পরশ!
রইবে তুমি মনে জেগে।
দেবো মোদের ভালবাসা,
হবো তোমার
অনুরক্ত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিযান পাল ০৬/০২/২০১৬বেশ ধরেছেন বিষয়টাকে । শুভেচ্ছা ।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৫/০২/২০১৬ভালোই লাগল
-
নির্ঝর ০৫/০২/২০১৬অনেক ভাল
-
নির্ঝর ০৫/০২/২০১৬ভাল
-
মনিরুজ্জামান জীবন ০৫/০২/২০১৬অসাধারণ।
-
মাহাবুব ০৪/০২/২০১৬বেশ।।
-
বিদ্রোহী ফাহিম খান ০৪/০২/২০১৬সুন্দর
-
নির্ঝর ০৪/০২/২০১৬ভাল