বিহঙ্গের কলতান
দেখেছি তোমাদের শাখে শাখে ,
সারি সারি ভেসে যেতে নীলাম্বরে।
শুনেছি তোমাদের গান।
শুধু কলকাকলিতে,
শুধু কিচিরমিচিরে।
বুঝতে চাইনি কোনো দিন।
জানি তোমরা কপোত কিম্বা ওই দুরের বলাকা।
তোমাদের পেকটিনের কাজল পরে,
অধরা হবার বাসনাতে
থাকবো উজাগর।
ঢিবি ভাঙা উই এর সাথে মিতালি করে
চলে যাবো তোমাদের দেশে।
কুহুতানে ভরবে প্রান।
রবির কিরণে রাঙা প্রভাত এনে দেবে
দু দন্ড শান্তি।
রামধনু রঙ মেখে,
বর্ষার শুভাগমনের পথে
রেখে যাবো পদচিহ্ন।
পেখম মেলে ছন্দের তালে তাল রেখে
গাইবো 'ওরে বিহঙ্গ!তোমাদের কলতানে
জেগে থাকি অনিমেষ'।
সারি সারি ভেসে যেতে নীলাম্বরে।
শুনেছি তোমাদের গান।
শুধু কলকাকলিতে,
শুধু কিচিরমিচিরে।
বুঝতে চাইনি কোনো দিন।
জানি তোমরা কপোত কিম্বা ওই দুরের বলাকা।
তোমাদের পেকটিনের কাজল পরে,
অধরা হবার বাসনাতে
থাকবো উজাগর।
ঢিবি ভাঙা উই এর সাথে মিতালি করে
চলে যাবো তোমাদের দেশে।
কুহুতানে ভরবে প্রান।
রবির কিরণে রাঙা প্রভাত এনে দেবে
দু দন্ড শান্তি।
রামধনু রঙ মেখে,
বর্ষার শুভাগমনের পথে
রেখে যাবো পদচিহ্ন।
পেখম মেলে ছন্দের তালে তাল রেখে
গাইবো 'ওরে বিহঙ্গ!তোমাদের কলতানে
জেগে থাকি অনিমেষ'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসিফ আমের চৌধুরী ০২/০২/২০১৬ভাল
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬পরিপূর্ণ লেখা।
-
ধ্রুব রাসেল ০১/০২/২০১৬ভাল লাগলো। তবে একটি শব্দে কনফিউজড হলাম: উজাগর নাকি অজাগর..?
-
মাহাবুব ০১/০২/২০১৬সুন্দর হয়েছে, বেশ ভালো লেগেছে।
শুভেচ্ছা নিবেন আপনে। -
রাশেদ খাঁন ০১/০২/২০১৬nice
-
নির্ঝর ০১/০২/২০১৬অসাধারন
-
প্রদীপ চৌধুরী ০১/০২/২০১৬খুব ভালো লিখেছেন . আপনাকে অনেক শুভেচ্ছা
-
বিদ্রোহী ফাহিম খান ৩১/০১/২০১৬ভালো লাগলো কবি॥
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন॥