সুমনার ভালোবাসার রাজপ্রাসাদ
সুমনা সেই কবেকার 'এক কুমিরে জলে নেমেছি',
খেলার বন্ধু।
যখন একসাথে বর বউ খেলতে যেতাম অবুঝ মনের
চিলে কোঠাতে,
সেই ফেলে রাখা দিন গুলি পিছু ডাকে।
সুমনা সতেরো টা বসন্ত অতিক্রম করে এখন
অষ্টাদশি।
মাঝে মাঝে মুঠো ফোনে
মনের কথা বলে,
বলে হারানো দিনের অজানা ভালো লাগার কথা।
সুমনা ভালো লাগার কেমিস্ট্রি বুকের পাতাতে
অজান্তে ভালোবাসার রাজপ্রাসাদ বানালো।
এক চুপিসার ঘনঘটা মুহুর্তে,
সুমনা রাজ প্রাসাদে পেল
তার মনের সম্রাট কে।
রামধনু মাখা জরি ফিতে তে
সাজালো মনের গহন দ্বার গুলো।
খেলার বন্ধু।
যখন একসাথে বর বউ খেলতে যেতাম অবুঝ মনের
চিলে কোঠাতে,
সেই ফেলে রাখা দিন গুলি পিছু ডাকে।
সুমনা সতেরো টা বসন্ত অতিক্রম করে এখন
অষ্টাদশি।
মাঝে মাঝে মুঠো ফোনে
মনের কথা বলে,
বলে হারানো দিনের অজানা ভালো লাগার কথা।
সুমনা ভালো লাগার কেমিস্ট্রি বুকের পাতাতে
অজান্তে ভালোবাসার রাজপ্রাসাদ বানালো।
এক চুপিসার ঘনঘটা মুহুর্তে,
সুমনা রাজ প্রাসাদে পেল
তার মনের সম্রাট কে।
রামধনু মাখা জরি ফিতে তে
সাজালো মনের গহন দ্বার গুলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুব রাসেল ৩১/০১/২০১৬ভাল লাগলো
-
হিরণ্য হারুন ৩০/০১/২০১৬দারুণ
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০১/২০১৬ভাল লাগলো। শুভেচ্ছারইলো।
-
আশরাফুল ইসলাম শিমুল ২৯/০১/২০১৬ভাল
-
বিদ্রোহী ফাহিম খান ২৯/০১/২০১৬ভালো লাগলো॥