তুমি চাইলেই
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা সমুদ্র,
অফুরন্ত ঢেউ সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা বনভুমি,
সবুজ তরুলতা সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা রাত্রি,
নক্ষত্র খচিত ফাল্গুন মাস সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা ফুটন্ত গোলাপ,
গুন গুন স্বরে ভ্রমর সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি দুই চক্ষু,
স্বপ্ন ভরা শাওন রাত সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি প্রসারিত দুই বাহু,
এক রাশ প্রশান্তির ভালোবাসা সমেত।।
তোমাকে দিতে পারি একটা সমুদ্র,
অফুরন্ত ঢেউ সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা বনভুমি,
সবুজ তরুলতা সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা রাত্রি,
নক্ষত্র খচিত ফাল্গুন মাস সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা ফুটন্ত গোলাপ,
গুন গুন স্বরে ভ্রমর সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি দুই চক্ষু,
স্বপ্ন ভরা শাওন রাত সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি প্রসারিত দুই বাহু,
এক রাশ প্রশান্তির ভালোবাসা সমেত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০১/০২/২০১৬সুন্দর
-
ধ্রুব রাসেল ২৯/০১/২০১৬ভাল লাগলো।
-
পরশ ২৯/০১/২০১৬ভাল
-
পরশ ২৯/০১/২০১৬অসাধারন
-
বিদ্রোহী ফাহিম খান ২৯/০১/২০১৬অসাধারন কাব্যিক বচন॥ ভালো লাগলো॥ শুভ কামনা রইলো॥
-
দেবব্রত সান্যাল ২৯/০১/২০১৬তারুণ্যে স্বাগত। তুমি চাইলেই - ভাবনায় অনেক কবিতা পড়েছি। রোজ সূর্যোদয় হয় , আমরা রোজ মুগ্দ্ধ হই।