দিনের শেষে
অবসরের হিমেল পথে
এগোবার স্নিগ্ধ সমীরন,
মাতাল করবে তেজস্বী ভাবনা গুলো।
মেঠো পথ,কাক ডাকা গোধুলি মন,
ফিরে তাকাবে মানুষের তারস্বরে।
অফুরন্ত অনাবিল গগণ চুম্বি লালসা,
যোনি পথের ওষ্ঠ ছিন্ন ভিন্ন করে
থামাবে কামদুনির প্রতিরোধকে।
কোথাও নেইকো শান্তির বাতাবরণ।
ভুমিষ্ঠ শিশুর স্তন্যদুগ্ধ
চুরি করে অমানবিক পিশাচের দল।
কান্নার বাঙলা ব্যান্ড জীবণ মরণের
বেসুর রাগে স্তব্ধতা ডাকে।
হারানো স্বজনের অট্টালিকা
ফ্যাকাশে রাংতা কাগজে জেগে
থাকে দিনের শেষে।।
এগোবার স্নিগ্ধ সমীরন,
মাতাল করবে তেজস্বী ভাবনা গুলো।
মেঠো পথ,কাক ডাকা গোধুলি মন,
ফিরে তাকাবে মানুষের তারস্বরে।
অফুরন্ত অনাবিল গগণ চুম্বি লালসা,
যোনি পথের ওষ্ঠ ছিন্ন ভিন্ন করে
থামাবে কামদুনির প্রতিরোধকে।
কোথাও নেইকো শান্তির বাতাবরণ।
ভুমিষ্ঠ শিশুর স্তন্যদুগ্ধ
চুরি করে অমানবিক পিশাচের দল।
কান্নার বাঙলা ব্যান্ড জীবণ মরণের
বেসুর রাগে স্তব্ধতা ডাকে।
হারানো স্বজনের অট্টালিকা
ফ্যাকাশে রাংতা কাগজে জেগে
থাকে দিনের শেষে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬সহমত।
-
ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬ভাল লাগলো কবি। তবে বানানের ক্ষেত্রে সচেতন হন।
-
বিদ্রোহী ফাহিম খান ২৫/০১/২০১৬সুন্দর॥ ভালো লাগলো কবি॥
-
নির্ঝর ২৩/০১/২০১৬পাঠক কিন্তু কীবোর্ড দেখবেনা দাদা, পোস্ট পড়বে.....................
-
দেবব্রত সান্যাল ২১/০১/২০১৬সমীরণ , তেজস্বী , জীবন , রাংতা। বানান ঠিক করুন ভাই।