হরেকৃষ্ণ দে
হরেকৃষ্ণ দে -এর ব্লগ
-
হৃদয়ের গহ্বরে আলুথালু পরিসর,
অপরিমেয় পর্দার গণ্ডী।
আপন অধিকারে সাজায়েছি
দেবতার স্পন্দিত সুক্ষ্ম দৃষ্টি। [বিস্তারিত] -
মায়ের বুক জড়িয়ে এলাম,
সোজা পথে কিছুটা হাঁটবার আশায়।
আঁচল থেকে মাটিতে পা রাখলাম যেই
দু পাশে মাথা উঁচিয়ে নিষ্পলক চাহনিতে [বিস্তারিত] -
বাবা দাদুদের সে দিন গুলো
অবলুপ্ত,নেই সে চোখের অালোক গ্রাহক কোষ।
তাই দাদুভাই বলে গেছে
দিদি ভাই তোমাদের যা দিনকাল [বিস্তারিত] -
যে ছেলেটা অভাব পেটে
রোজ ঘুমোতে থাকে,
তার নাম রাজা।
অভাবের ক্ষেত্রফল দিনে দিনে [বিস্তারিত] -
কতদিন পর তোমাকে দেখলাম।
পুরানো দিনের অ্যালবামের
ছিন্ন পাতা থেকে
তুলে সযত্নে মানিব্যগের গহ্বরে [বিস্তারিত] -
তুমি মাতা,
সন্তান পালিতা।
অকারন অনিমেষ চোখের বালি হই,
তোমার ক্রোধের অনলে ভষ্ম হতে হতে [বিস্তারিত] -
যদি হতাম টেথস্কোপ,
নিমেষে শুনাতাম বুকের ব্যথা।
কানে দিতাম প্রাণের ছোপ।
যদি হতেম এরোপ্লেন, [বিস্তারিত] -
অনেকবার চেতনার ঢেউ মেখে
কর্তব্যের সিন্ধুক খুলেছি,
যখন পিতা মাতার শত ছিন্ন পরিধানের
নিরাপত্তাতে স্নেহের ছবি দেখি। [বিস্তারিত] -
অভিনব আমাদের একমাত্র সন্তান.
স্নেহ ভরা বুকে রেখে গল্প বলতাম।
সন্ধ্যার তারার দিকে রোজ চোখ মেলে থাকতো,
বই শ্লেটের কথা বললে [বিস্তারিত] -
ডাকাডাকির অনেক কথা,
বলছি সকল ডাকের সার্থকতা:
মেঘ ডাকলে গুরু গুরু,
শব্দ শুনে কালো মেঘে হই যে মরু মরু। [বিস্তারিত] -
যা কিছু ঘিরে থাকে চারিদিক!
তার মাঝে নিথর বুকে,
জ্বাালাও তুমি সবার
চোখে অালোর [বিস্তারিত] -
কারিগর নিজ কল্পনাতে খোদিত করে
মনের মাধুরীতে।
সুন্দরতর হাতের পরশে জাগাতে থাকে
সতেজ মহিমাতে। [বিস্তারিত] -
দেখেছি তোমাদের শাখে শাখে ,
সারি সারি ভেসে যেতে নীলাম্বরে।
শুনেছি তোমাদের গান।
শুধু কলকাকলিতে, [বিস্তারিত] -
সুমনা সেই কবেকার 'এক কুমিরে জলে নেমেছি',
খেলার বন্ধু।
যখন একসাথে বর বউ খেলতে যেতাম অবুঝ মনের
চিলে কোঠাতে, [বিস্তারিত] -
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা সমুদ্র,
অফুরন্ত ঢেউ সমেত।
তুমি চাইলেই [বিস্তারিত]
- ১
- ২