www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোর প্রেমে

তোর প্রেমে বাষ্প হয়ে,
আকাশের সাদা মেঘের মত বেসেই চলেছি ।

কষ্টগুলিকে বৃষ্টি করে,
বর্ষার মত অঝরে ঝরেই চলেছি ।

তোর স্মৃতির দহনে,
পুড়ে পুড়ে নিজেকে অঙ্গার করেছি

তোর প্রেমের স্রোতে,
পানার মত অজানা ঠিকানায় হারিয়েছি ।

তোকে আপন করে কাছে পাওয়ার এই আয়োজনে,
আমি চিরকাল রয়েই গেলাম তোর প্রেমের বাধনে ।

তাই পারবো কোন কিছুতেই,
তোকে ভুলে অন্য মহনায় মিশতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast