www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে ( বাংলায় প্রথম লেখা প্যালিন্ড্রোম গীতি কবিতা)

হা হা হা
হা হা হা হা হা

এ নব প্লাবন এ
লেখে লেখে খেলে খেলে
কে সে কে?

কে আঁকে?
কেনা নাকে
কবি ছবি ক;

কেবা অবাকে
পথের বাকে; কেবা রথে প।

লা লা লা লা
লা লা লা
লা লা লা লা লা

হা-----
হাহা--হাহা

কে সে ভেসে ভেসে কে
কে সে হেসে হেসে কে
চেনে চেনে নেচে নেচে
সেবা লোভায় ;হায়;ভালোবাসে।

কে সে কে
কে ডাকে
রবি কবি র;

কেবা অবাকে
রথের বাকে; কেবা রথে র।

কে সে কে?

কে আকেঁ
কেনা নাকে
কবি ছবি ক

কেবা অবাকে
পথের বাকে কেবা রথে প।

হা হা হা হা
হা হা হা

গা কষে ঘেষে ঘেষে ক গা
না জবা না; না বাজনা

কে সে এসে এসে কে
কে সে হেসে হেসে কে
এ নব প্লাবন এ
সেবা সুবাসে
সেবা লোভায় হায়; ভালোবাসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast