প্রাণের স্বদেশ
স্বদেশ আমার দান বিধাতার
ধন্য তোমার ছাঁয়ায়
মুক্ত হাওয়ায় প্রাণ ভরে যায়
মা ও মাটির মায়ায়।
তোমার বুকে চরম সুখে
প্রথম স্বাধীন শ্বাস
তোমার কোলে হেলে দুলে
জীবন মরণ বাস।
তুমি আমার প্রাণের স্বদেশ
জাগাও মনে আশা
মায়ের মুখে প্রথম শুনি
প্রিয় বাংলা ভাষা।
তোমার বুকে দেখেছি আমি
মায়ের প্রথম হাসি
এ প্রাণ এ গান আমার পরান
তোমার চরণ দাসী।
প্রথম তুমি পরেও তুমি
তোমার মাঝেই শেষ
প্রাণের ভাষায় সকল আশায়
প্রাণের প্রিয় বাংলাদেশ।
ধন্য তোমার ছাঁয়ায়
মুক্ত হাওয়ায় প্রাণ ভরে যায়
মা ও মাটির মায়ায়।
তোমার বুকে চরম সুখে
প্রথম স্বাধীন শ্বাস
তোমার কোলে হেলে দুলে
জীবন মরণ বাস।
তুমি আমার প্রাণের স্বদেশ
জাগাও মনে আশা
মায়ের মুখে প্রথম শুনি
প্রিয় বাংলা ভাষা।
তোমার বুকে দেখেছি আমি
মায়ের প্রথম হাসি
এ প্রাণ এ গান আমার পরান
তোমার চরণ দাসী।
প্রথম তুমি পরেও তুমি
তোমার মাঝেই শেষ
প্রাণের ভাষায় সকল আশায়
প্রাণের প্রিয় বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০নিখুঁত প্রকাশ।l