মা
মা হলো সুখের নীড়
মা হলো আমার জীবন,
সেই মা দুরে থাকলে
কান্দে আমার মন।
কত কষ্ট করলেন মাগো
জন্ম দিয়ে আমায়,
ক্ষমা করো মাগো আমায়
কষ্ট দিলাম তোমায়।
পারলে মাগো ক্ষমা করো
আমি অদমরে,
আর চাইনা কষ্ট দিতে
মাগো তোমারে।
এই জগৎটা অনেক কঠিন
মাগো তুমি ছাড়া,
দুংখ আমার কেউ বুঝেনা
মাগো তুমি ছাড়া।
মা হলো আমার জীবন,
সেই মা দুরে থাকলে
কান্দে আমার মন।
কত কষ্ট করলেন মাগো
জন্ম দিয়ে আমায়,
ক্ষমা করো মাগো আমায়
কষ্ট দিলাম তোমায়।
পারলে মাগো ক্ষমা করো
আমি অদমরে,
আর চাইনা কষ্ট দিতে
মাগো তোমারে।
এই জগৎটা অনেক কঠিন
মাগো তুমি ছাড়া,
দুংখ আমার কেউ বুঝেনা
মাগো তুমি ছাড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১০/০৬/২০১৪
-
রুমা চৌধুরী ১০/০৬/২০১৪বাহ, খুব সুন্দর মা কে নিয়ে লেখা। খুব ভাল লেগেছে।শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ১০/০৬/২০১৪মা'কে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানালাম।
কবিতা খুব ভালো লেগেছে।
মা আমার প্রাণ,
মা আমার জীবর,
খুব ভালো হয়েছে মা"কে নিয়ে লেখাটি।
"আমার পাতায় আমন্ত্রন যানায়"