অভিমান
আমি এর শেষ না দেখে ছাড়ছিনা ,
কারো প্রেম ভিক্ষের ধার ধারছিনা ॥
আমি আর কলকাঠিটা নাড়ছিনা ,
রোজ রোজ ঝগড়া করতে পারছিনা ॥
আমি তাকে আস্বীকার তো করছিনা ,
আমি তো অন্যের হাত ধরছিনা ॥
-----------------------------------
কারো পথ আগলে তো আর দাঁড়াইনি ,
কারো দিকে আমার দু-হাত বাড়াইনি ॥
আমি কারো বনের মোষ তাড়াইনি ,
আমি আজো প্রেমের বাঁশি হারাইনি ॥
-------------------------------------
যদি কাল আসি তোমার বৃন্দাবন ,
হেঁটে যেতে তোমার বাড়ি কতক্ষণ ?
যাব আমি করতোয়া , কুশিয়ারা-
খোয়াই ;
সেথা নাকি মধু মাখা প্রিয় তব ছোঁয়ায় ?
কারো প্রেম ভিক্ষের ধার ধারছিনা ॥
আমি আর কলকাঠিটা নাড়ছিনা ,
রোজ রোজ ঝগড়া করতে পারছিনা ॥
আমি তাকে আস্বীকার তো করছিনা ,
আমি তো অন্যের হাত ধরছিনা ॥
-----------------------------------
কারো পথ আগলে তো আর দাঁড়াইনি ,
কারো দিকে আমার দু-হাত বাড়াইনি ॥
আমি কারো বনের মোষ তাড়াইনি ,
আমি আজো প্রেমের বাঁশি হারাইনি ॥
-------------------------------------
যদি কাল আসি তোমার বৃন্দাবন ,
হেঁটে যেতে তোমার বাড়ি কতক্ষণ ?
যাব আমি করতোয়া , কুশিয়ারা-
খোয়াই ;
সেথা নাকি মধু মাখা প্রিয় তব ছোঁয়ায় ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৪/১১/২০১৫darun.
-
পরশ ২৫/১০/২০১৫ভালো
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/১০/২০১৫অভিমান অনেক সময় মজার হয়, আবার বিষাদের যোগানো দেয়।
সুন্দর লিখেছন কবি। -
মোবারক হোসেন ২৫/১০/২০১৫অভিমানে অভিভূত হলাম।
-
সবুজ তারুণ্য ২৫/১০/২০১৫দু হাত বাড়িয়ে দিন...
ছন্দ গুলো ভালো লাগলো।
keep it up.