মৃত্যু
মৃত্যুর কূলে ঢলে পড়া হাসি
কান্নার জলাশয়,
গগণের চোখে অশ্রুধারা
মৃত্যুর আশ্রয়।
কীর্তিনাশা কোন মহানদী
সাগরে এনেছে চর?
কোন গ্রহে আজ মেঘের মৃত্যু
বাতাসে উল্কা ঝড়?
মৃত্যুর গান গাহিছে পেঁচা
আসামী পতিতালয়ে,
মৃত্যুর কূলে ঢলে পড়া হাসি
কেঁদে ওঠে জলাশয়ে।
পৃথিবীর বহু বয়স হয়েছে
সূর্যে কমেছে জ্যোতি,
মৃত্যুর এক পর্বতমালা
থামাবে সকল গতি ।
( সুপ্রিয় পাঠকবৃন্দ , শুভেচ্ছা নিবেন । আমার এই কবিতাটি বাংলানিউজ২৪.কম এ প্রকাশিত একটি কবিতা । )
কান্নার জলাশয়,
গগণের চোখে অশ্রুধারা
মৃত্যুর আশ্রয়।
কীর্তিনাশা কোন মহানদী
সাগরে এনেছে চর?
কোন গ্রহে আজ মেঘের মৃত্যু
বাতাসে উল্কা ঝড়?
মৃত্যুর গান গাহিছে পেঁচা
আসামী পতিতালয়ে,
মৃত্যুর কূলে ঢলে পড়া হাসি
কেঁদে ওঠে জলাশয়ে।
পৃথিবীর বহু বয়স হয়েছে
সূর্যে কমেছে জ্যোতি,
মৃত্যুর এক পর্বতমালা
থামাবে সকল গতি ।
( সুপ্রিয় পাঠকবৃন্দ , শুভেচ্ছা নিবেন । আমার এই কবিতাটি বাংলানিউজ২৪.কম এ প্রকাশিত একটি কবিতা । )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০৬/১০/২০১৫সুন্দর ভাবনা।
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৪/১০/২০১৫সুন্দর
-
সমরেশ সুবোধ পড়্যা ০৪/১০/২০১৫সুন্দর ।