www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম দলিল

দলিল করে লিখে দিলাম বুকের ভিটে-মাটি ,
নিদ্রা এলে বিছায়ে দিও মনের শীতল পাটি ॥
তুমি যদি প্রাসাদ বানাও কিংবা কুঁড়ে ঘর ,
আঁকড়ে ধরে রাখব আমি আসুক ঘুর্ণিঝড় ॥
তুমি আমায় বর্গা দিও তোমার পতিত মন ,
আবাদ করে ফুল বাগিচা কাটবে আমার ক্ষণ

চন্দ্র ডোবা পুকুর ঘাটে যখন সাঁতার কাটবে
,
আকাশ-তারা মিছিল করে তোমার পিছে
হাঁটবে ॥
ভালোবাসি চিত্কারে চন্দ্র যাবে ফেঁটে ,
আমি তোমায় লিখে দিলাম মনের বসত-ভিটে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast