জীবনের গতি
(১)
জীবনের গতি কখনো থামবার নয়,
সে ছুটে, কাউকে রাঙিয়ে, কাউকে ভাঙিয়ে।
কে ক্ষুধার্ত তা সে দেখবার নয়।
কে দুঃখী, তা সে খোঁজবার নয়।
সময়ে মাপকাঠি কার কখন দেহ কাঁঠি তা সে বুঝবার নয়।
(২)
বেকারত্বের তকমা গায়ে মাখানো প্রেমিক টি প্রেম করে চলেছে ভঙ্গুর ভবিষ্যতের উদ্দেশ্যে। মায়াবতী প্রেমিকা হাতছাড়া হচ্ছে ;নির্লিপ্ত চোখে তাকিয়ে সে দেখছে! তাতে কিছুই করবার নেয়।
জীবনের গতি তাতেও থামে না, সে ছুটন্ত, ছুটছেই...
জীবনের গতি কখনো থামবার নয়,
সে ছুটে, কাউকে রাঙিয়ে, কাউকে ভাঙিয়ে।
কে ক্ষুধার্ত তা সে দেখবার নয়।
কে দুঃখী, তা সে খোঁজবার নয়।
সময়ে মাপকাঠি কার কখন দেহ কাঁঠি তা সে বুঝবার নয়।
(২)
বেকারত্বের তকমা গায়ে মাখানো প্রেমিক টি প্রেম করে চলেছে ভঙ্গুর ভবিষ্যতের উদ্দেশ্যে। মায়াবতী প্রেমিকা হাতছাড়া হচ্ছে ;নির্লিপ্ত চোখে তাকিয়ে সে দেখছে! তাতে কিছুই করবার নেয়।
জীবনের গতি তাতেও থামে না, সে ছুটন্ত, ছুটছেই...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৬/২০২০অসামান্য ভাবনাময় প্রিয় কবি।
-
পি পি আলী আকবর ২২/০৬/২০২০ভালোই
-
ফয়জুল মহী ২১/০৬/২০২০খুবই ভালো লাগলো।
-
Md. Rayhan Kazi ২১/০৬/২০২০অসাধারণ