www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিয়ামতের শুকরিয়া

রহমান মোদের করেছে সৃষ্টি
করিতে ইবাদত।
ডাকে-হাঁকে দিতে পৌঁছে
শুকরিয়া গুজারত ।

অসংখ্য নিয়ামত দিয়েছে সাজিয়ে,
এই সুন্দর ভূবণত।
ফুলে-ফসলে ভরিয়াছে জাহান
শুধুই গোলাম তোমার তরে।

কভু কি করেছ শুকরিয়া যত,
লক্ষ-কুটি নিয়ামত।
গোলাম হয়ে মালিক সাজিয়াছ,
কি জবাব দিবে মোর প্রভুর কাছে?

জবাব কি আছে তোমার?
থাকলে তো বেশ।
না থাকলে করো চিন্তা,
হবে কি তাহলে শেষ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর ভাবনা।
  • ফয়জুল মহী ২০/০৬/২০২০
    অসাধারণ উপস্থাপন । চমৎকার ভাবনার প্রকাশ
  • মনোমুগ্ধকর।
  • বেশ ভাল লাগলো
  • Md. Rayhan Kazi ২০/০৬/২০২০
    অসাধারণ প্রকায় ভঙ্গি প্রিয়।
 
Quantcast