নিয়ামতের শুকরিয়া
রহমান মোদের করেছে সৃষ্টি
করিতে ইবাদত।
ডাকে-হাঁকে দিতে পৌঁছে
শুকরিয়া গুজারত ।
অসংখ্য নিয়ামত দিয়েছে সাজিয়ে,
এই সুন্দর ভূবণত।
ফুলে-ফসলে ভরিয়াছে জাহান
শুধুই গোলাম তোমার তরে।
কভু কি করেছ শুকরিয়া যত,
লক্ষ-কুটি নিয়ামত।
গোলাম হয়ে মালিক সাজিয়াছ,
কি জবাব দিবে মোর প্রভুর কাছে?
জবাব কি আছে তোমার?
থাকলে তো বেশ।
না থাকলে করো চিন্তা,
হবে কি তাহলে শেষ?
করিতে ইবাদত।
ডাকে-হাঁকে দিতে পৌঁছে
শুকরিয়া গুজারত ।
অসংখ্য নিয়ামত দিয়েছে সাজিয়ে,
এই সুন্দর ভূবণত।
ফুলে-ফসলে ভরিয়াছে জাহান
শুধুই গোলাম তোমার তরে।
কভু কি করেছ শুকরিয়া যত,
লক্ষ-কুটি নিয়ামত।
গোলাম হয়ে মালিক সাজিয়াছ,
কি জবাব দিবে মোর প্রভুর কাছে?
জবাব কি আছে তোমার?
থাকলে তো বেশ।
না থাকলে করো চিন্তা,
হবে কি তাহলে শেষ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৬/২০২০সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০অসাধারণ উপস্থাপন । চমৎকার ভাবনার প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৬/২০২০মনোমুগ্ধকর।
-
আজিজুল হক ওয়াসিম ২০/০৬/২০২০বেশ ভাল লাগলো
-
Md. Rayhan Kazi ২০/০৬/২০২০অসাধারণ প্রকায় ভঙ্গি প্রিয়।