সংকটময় সময়
ঘরে নাই অন্ন,
ক্ষুধা নিবারনে জীবন প্রায় বিপন্ন!
কার কাছে চাহিব ভাত?
আমার যে করে লাজ।
নাই চাকরি, নাই তো বাকরি।
টাকা নাই, পয়সা কই পাই?
চাল নাই, ডাল নাই, নাই মশলা পাতি।
খাদ্যের অভাবে মরবে এই জাতি।
নাই, নাই, নাই।
আমার চাহিদার অন্ত নাই।
পূর্ণ করবার রাস্তা-বন্ধ।
খুলবার নাই, নাম-গন্ধ।
আমার খাবার কে দিবি?
আই ছুটে আই।
করে যা ক্ষুধা নিবারন,
দিয়ে যা প্রশান্তির মহা জাগরণ।
তবে, আজি এই সংকটে ধনীরাই আছে বেশ।
রাস্তার উলঙ্গ, পাগলেরা ও আজি পাচ্ছেনা খাদ্যের লেশ।
তবে আমার জীবন কেনো বিপন্ন?
জুটছে না দুমুঠো অন্ন।
চলছে জীবন ছুটন্ত।
বিশ্ব মানবতা কেনো ডুবন্ত?
ক্ষুধা নিবারনে জীবন প্রায় বিপন্ন!
কার কাছে চাহিব ভাত?
আমার যে করে লাজ।
নাই চাকরি, নাই তো বাকরি।
টাকা নাই, পয়সা কই পাই?
চাল নাই, ডাল নাই, নাই মশলা পাতি।
খাদ্যের অভাবে মরবে এই জাতি।
নাই, নাই, নাই।
আমার চাহিদার অন্ত নাই।
পূর্ণ করবার রাস্তা-বন্ধ।
খুলবার নাই, নাম-গন্ধ।
আমার খাবার কে দিবি?
আই ছুটে আই।
করে যা ক্ষুধা নিবারন,
দিয়ে যা প্রশান্তির মহা জাগরণ।
তবে, আজি এই সংকটে ধনীরাই আছে বেশ।
রাস্তার উলঙ্গ, পাগলেরা ও আজি পাচ্ছেনা খাদ্যের লেশ।
তবে আমার জীবন কেনো বিপন্ন?
জুটছে না দুমুঠো অন্ন।
চলছে জীবন ছুটন্ত।
বিশ্ব মানবতা কেনো ডুবন্ত?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৮/০৬/২০২০বাহ্ চমৎকার লেখনী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৬/২০২০বাস্তব!
-
বিশ্বামিত্র ১৭/০৬/২০২০বাস্তব চিত্র!
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২০খুব চমৎকার লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৬/২০২০সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৬/২০২০করোনা কালে
জীবন মহা সংকটে। -
মোঃ মাসুদার রহমান (মাসুদ) ১৭/০৬/২০২০nice
-
জানবক্স খান ১৭/০৬/২০২০খুব মজা পেলাম, স্কুলের সেই ছড়াটির কথা মেন হলো
পকেটে নাই টাকা... -
সাইয়িদ রফিকুল হক ১৭/০৬/২০২০দেশের মানুষ এখনও বেঁচে আছে।