www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংকটময় সময়

ঘরে নাই অন্ন,
ক্ষুধা নিবারনে জীবন প্রায় বিপন্ন!
কার কাছে চাহিব ভাত?
আমার যে করে লাজ।

নাই চাকরি, নাই তো বাকরি।
টাকা নাই, পয়সা কই পাই?
চাল নাই, ডাল নাই, নাই মশলা পাতি।
খাদ্যের অভাবে মরবে এই জাতি।

নাই, নাই, নাই।
আমার চাহিদার অন্ত নাই।
পূর্ণ করবার রাস্তা-বন্ধ।
খুলবার নাই, নাম-গন্ধ।

আমার খাবার কে দিবি?
আই ছুটে আই।
করে যা ক্ষুধা নিবারন,
দিয়ে যা প্রশান্তির মহা জাগরণ।

তবে, আজি এই সংকটে ধনীরাই আছে বেশ।
রাস্তার উলঙ্গ, পাগলেরা ও আজি পাচ্ছেনা খাদ্যের লেশ।

তবে আমার জীবন কেনো বিপন্ন?
জুটছে না দুমুঠো অন্ন।
চলছে জীবন ছুটন্ত।
বিশ্ব মানবতা কেনো ডুবন্ত?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৮/০৬/২০২০
    বাহ্ চমৎকার লেখনী
  • বাস্তব!
  • বিশ্বামিত্র ১৭/০৬/২০২০
    বাস্তব চিত্র!
  • ফয়জুল মহী ১৭/০৬/২০২০
    খুব চমৎকার লেখা
  • সুন্দর।
  • করোনা কালে
    জীবন মহা সংকটে।
  • nice
  • জানবক্স খান ১৭/০৬/২০২০
    খুব মজা পেলাম, স্কুলের সেই ছড়াটির কথা মেন হলো
    পকেটে নাই টাকা...
    • কবি, মজা করে লিখা না। সঠিক অনুধাবন করা উচিৎ
  • দেশের মানুষ এখনও বেঁচে আছে।
 
Quantcast