www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাসমান মেঘমালা

দেখেছ নিশ্চয়ই, সুনীল আসমান
তাঁর মাঝে আর-ও দেখেছ ভাসমান মেঘেদের মেলা।
যাঁরা ছুটে চলে নিরলস, ভেসে বেড়ায় দেশ হতে দেশান্তর।
কত-শত নগর,শহর পেরিয়ে চলে ক্ষণেক্ষণে সময়ের আবডালে ।

যেখানেই ঝরবার নির্দেশ পায় তাঁরা,
বৃষ্টি হয়ে আছড়ে পরে, দেশ হতে দেশান্তরে, শত-শত নগর শহরে।

তথাপি, বর্ষন শেষে কোমল হৃদয়ের মতো প্রিয় ভূমি ও হয়ে উঠে শস্য ফলাবার পরিপক্ব,
অতঃপর, ফসল ফলে, আমরা তাহা হতে কিছু মাত্র অংশ ভক্ষণ করি।

শুধু কি তাই?
চতুষ্পদের জন্য ফলে মোলায়েম সবুজ ঘাস, বিচরণ করে মাঠঘাট।
তাহাদের মধ্য হতে কিছু করে বংশবৃদ্ধি অতঃপর স্তন্যপায়ীদের স্তনের দুগ্ধ নামক পানীয় আমাদের উদরে হয় আটঘাট।

তাঁহাতেই দূর্বলতা হতে শক্তি ফিরে পায়,এবং আবারও দূর্বল হয়ে মাটিতে মিশে যায়। পূনরায় উত্থান হবে একদিন কম্পনে জেগে উঠবো সেদিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৭/০৬/২০২০
    কথামালায় মুগ্ধতা ভরপুর।
  • প্রকৃতির ছোঁয়ায় সুন্দর উপস্থাপন।
  • সুন্দর প্রকাশ।
  • ফয়জুল মহী ১৬/০৬/২০২০
    বাহ্ বেশ অসাধারণ লিখেছেন I ।
  • বেশ লেখা
 
Quantcast