কারা দূর্নীতিবাজ
দূর্নীতি ১
কার জন্য ফাঁদ পেতেছে দূর্নীতিবাজ!
এ দেশ যে তোমার,আমার।
আজ,যাদের দিকে চেয়ে থাকে মানুষ সমাজ।
তারাইত করে চলেছে দূর্নীতির কাজ,
দূর্নীতি ২
কারা গড়ে দূর্নীতির কঠিন সমাজ?
এমন কাজে জড়িত যে সুশীল সমাজ।
আজ কে করেছে দেশের টাকা আত্মসাৎ?
মূর্খে নয় শিক্ষিত করেছে তাহা লুটপাট।
কারা তাঁরা, সুশীল সমাজ ছাড়া।
কার জন্য ফাঁদ পেতেছে দূর্নীতিবাজ!
এ দেশ যে তোমার,আমার।
আজ,যাদের দিকে চেয়ে থাকে মানুষ সমাজ।
তারাইত করে চলেছে দূর্নীতির কাজ,
দূর্নীতি ২
কারা গড়ে দূর্নীতির কঠিন সমাজ?
এমন কাজে জড়িত যে সুশীল সমাজ।
আজ কে করেছে দেশের টাকা আত্মসাৎ?
মূর্খে নয় শিক্ষিত করেছে তাহা লুটপাট।
কারা তাঁরা, সুশীল সমাজ ছাড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৬/০৬/২০২০অসাধারণ
-
বিশ্বামিত্র ১৪/০৬/২০২০অত্যন্ত সঠিক ভাবনা।কবি ভাল থাকুন।
-
রহমতুল্লাহ লিখন ১৪/০৬/২০২০সুবচন
-
ফয়জুল মহী ১৪/০৬/২০২০। ভালো লাগলো পড়ে
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৬/২০২০দুনীতি নিপাত যাক।