ভাবিলে মন বলিবে শুকরিয়া তাঁহার
বর্ষার বৃষ্টি, অনন্য এ সৃষ্টি।
মাঠেঘাটে ফসলাদি,চিরসবুজের দৃষ্টি।
মধু মাসে মধু ফল,সবই তাহার সৃষ্টি, যিনি দিয়েছেন আমাদের দেখবার দৃষ্টি।
অসম্ভব গরমে, পূবালী হাওয়া, দক্ষিণের দেওয়ানা বাতাস ছুটিয়ে, কে দেয় আমাদের প্রশান্তির ছুঁয়া?
কনকনে ঠাণ্ডার সকালে, পূবের আকাশে রক্তিম সূর্য উদয় হয়ে কেনো ছড়ায় উত্তাপ মোদের?
কার আদেশে ই বা, সে ছুটে চলে নিরন্তন?
আমাদের সারাবেলা, নিরবিচ্ছিন্ন কাজের খেলা শেষে, কে নামিয়ে দেয় রাত?বিশরাম আর ঘুমের জন্য কে ডুবাইলো উত্তপ্ত সূর্য?
নিশিযাপনে কে উঠাইলো পূর্ণিমা চাঁদ?
একটু সময় কি হবে মানুষ, ভেবে দেখার? ভাবিলেই মন বলিবে, শুকরিয়া তাঁহার...
মাঠেঘাটে ফসলাদি,চিরসবুজের দৃষ্টি।
মধু মাসে মধু ফল,সবই তাহার সৃষ্টি, যিনি দিয়েছেন আমাদের দেখবার দৃষ্টি।
অসম্ভব গরমে, পূবালী হাওয়া, দক্ষিণের দেওয়ানা বাতাস ছুটিয়ে, কে দেয় আমাদের প্রশান্তির ছুঁয়া?
কনকনে ঠাণ্ডার সকালে, পূবের আকাশে রক্তিম সূর্য উদয় হয়ে কেনো ছড়ায় উত্তাপ মোদের?
কার আদেশে ই বা, সে ছুটে চলে নিরন্তন?
আমাদের সারাবেলা, নিরবিচ্ছিন্ন কাজের খেলা শেষে, কে নামিয়ে দেয় রাত?বিশরাম আর ঘুমের জন্য কে ডুবাইলো উত্তপ্ত সূর্য?
নিশিযাপনে কে উঠাইলো পূর্ণিমা চাঁদ?
একটু সময় কি হবে মানুষ, ভেবে দেখার? ভাবিলেই মন বলিবে, শুকরিয়া তাঁহার...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৬/২০২০সত্যিই শুকরিয়া তাঁহার।
-
গাজী মোহাম্মদ শাহাদাত ১৩/০৬/২০২০চমৎকার লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৬/২০২০বেশ!
ব্লগে স্বাগতম ও শুভেচ্ছা। -
ফয়জুল মহী ১৩/০৬/২০২০সুললিত ও সুলিখিত সুবচন ।l
-
শ্রীমান দে ১৩/০৬/২০২০খুব ভাল হয়েছে কবি। ভাল থাকুন।