গোলাম কিবরিয়া সৌখিন
গোলাম কিবরিয়া সৌখিন -এর ব্লগ
-
আমরা কেনো এতো হতাশ? কেনো জীবনে এতো গতি চাই? আমাদের মন সর্বক্ষণ অকল্পনীয় গতিতে ছুটতে চায়।
যখনই গতিতে একটু ভাঁটা পরে তখনই আমরা হয়ে যায় হতাশ!
আমরা, আমাদেরই প্রভু, আমাদের সৃষ্টি কর্তা, যিনি আমাদের রিজ... [বিস্তারিত] -
(১)
জীবনের গতি কখনো থামবার নয়,
সে ছুটে, কাউকে রাঙিয়ে, কাউকে ভাঙিয়ে।
কে ক্ষুধার্ত তা সে দেখবার নয়। [বিস্তারিত] -
রহমান মোদের করেছে সৃষ্টি
করিতে ইবাদত।
ডাকে-হাঁকে দিতে পৌঁছে
শুকরিয়া গুজারত । [বিস্তারিত] -
সমাজ গড়ার কারিগর হে প্রিয় শিক্ষক।
তোমাদের ঘরে নাই বাজার-সদাই!তা দেখে করবার নাই কোনো নিরীক্ষক।
যা মাইনে পাইতা অতীতে,
তাঁহাতে চলতো সংসার কোনো মতে। [বিস্তারিত] -
পিপীলিকা হতে, যদি নাও শিক্ষা এক রত্তি,
তুমি আমি দেখাতাম না, দুর্বলের উপর শক্তি।
মানবতাকে করতাম সবে মিলে সত্যি, সত্যি ভক্তি।
ক্ষুদ্র পিপীলিকা হতে শুনেছিল বাদশাহ সুলেমান নানা রঙের যুক্তি, [বিস্তারিত] -
ঘরে নাই অন্ন,
ক্ষুধা নিবারনে জীবন প্রায় বিপন্ন!
কার কাছে চাহিব ভাত?
আমার যে করে লাজ। [বিস্তারিত] -
দেখেছ নিশ্চয়ই, সুনীল আসমান
তাঁর মাঝে আর-ও দেখেছ ভাসমান মেঘেদের মেলা।
যাঁরা ছুটে চলে নিরলস, ভেসে বেড়ায় দেশ হতে দেশান্তর।
কত-শত নগর,শহর পেরিয়ে চলে ক্ষণেক্ষণে সময়ের আবডালে । [বিস্তারিত] -
দূর্নীতি ১
কার জন্য ফাঁদ পেতেছে দূর্নীতিবাজ!
এ দেশ যে তোমার,আমার।
আজ,যাদের দিকে চেয়ে থাকে মানুষ সমাজ। [বিস্তারিত] -
বর্ষার বৃষ্টি, অনন্য এ সৃষ্টি।
মাঠেঘাটে ফসলাদি,চিরসবুজের দৃষ্টি।
মধু মাসে মধু ফল,সবই তাহার সৃষ্টি, যিনি দিয়েছেন আমাদের দেখবার দৃষ্টি।
অসম্ভব গরমে, পূবালী হাওয়া, দক্ষিণের দেওয়ানা বাতাস ছুটিয়ে, কে... [বিস্তারিত] -
একদিন হবি লাশ...
দুনিয়ায় ছিলি কত নরের ক্রাশ!
তাহাদের মধ্য হতে কেউ কাটবে বাঁশ।
কেউ ঝরাবে অশ্রু চোখের, কথার জালে ফাঁস। [বিস্তারিত] -
আজ কি আছে সেই ঠাণ্ডা হিমেল হাওয়া!
আছেকি সে-ই বটের ছায়া!
না নেই,
তব আছে গরমে কপোকাত হবার, সেই-রকম ব্যবস্থা। [বিস্তারিত] -
তুমি ভাই কালো তাই তোমার মরণ ভালো!
পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের দাবি করা জাতি টিই কিনা এই রীতিতে শতবছর অবিচল। তাঁরাই মানবাধিকার লঙ্ঘনের দ্বায়ে বিশ্বের নানা দেশের নানা মানুষজনের বিচারসভা করে আস... [বিস্তারিত] -
যুবক তোমাকেই বলছি, শুনো।
জগতের সকল পাপ করতে তোমার মন চাইবে, যৌবনের উষ্ণতায় তুমি শক্ত পাথর হয়ে রবে।
যুবতী মেয়েদের বুকে তুমি চোখ রাখবে,
হাতে হাত ধরতে মন ছুটবে। [বিস্তারিত] -
দেশ তাহাদের পৈত্রিক সম্পত্তি।
জনগণ ভাসা শেওলা।
তাই তো মোদের প্রিয় ঠিকানা,
পদ্মা,মেঘনা,যমুনা। [বিস্তারিত] -
আগন্তুক মোরা এতো কিসের বাহার?
রঙে -ঢঙে যাচ্ছে সময় গন্তব্য তার বিহার।
চালচুলো নাই, ঘরবাড়ি নাই।
ভিক্ষা মোর রুটি-রুজির একমাত্র উপায়। [বিস্তারিত]
- ১
- ২