www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

nirob prithibi

নিরব আজ আমি,নিরব যেন পৃথিবী
দিগন্তে মিশে গেছে সব চেনা চেনা প্রতিকী .
এ দিবস হতে বিদায় সূর্যের ,চেয়ে আছে যেন প্রকিতি .
আবার নতুন করে ,আবার নতুন ভোরে নতুন ভাবে পথ চলা
হিসাব সব শূন্য হয়ে নতুন আবার হিসাব কসা .
এ বড় বেমানান আমার কাছে ,কি করে ভুলি তাকে ?
কোনো এক সময় অনেক কষ্টে রেখে ছিলাম মনে
আর এখন তাকে ভুলতে প্রয়াস করি প্রাণ -পনে .
সে গেছে আন্ধার করে এ জীবন ,দিগন্ত পানে
নিরব তাই আজ আমি,নিরব এ পৃথিবী
দিগন্তে মিশে গেছে সব চেনা চেনা প্রতিকী .
ভালো লাগে আজ নির্জন ,যেখানে একটা একটা সবপ্ন পায় তার বিশ্লে -সন .
নির্দিধায় করে শুধু অশ্রু ক্ষরণ ,নির্বাক ক্রন্দন .
এ রাত ও নির্বাক আমার মতো ,কে জানে তার ও হয়েছে বোধ হয় ছন্দ পতন !
আশার আলো তবু জেলে ,বারে -বারে দেখি দিগন্ত পানে
যদি এসো ফিরে ভৈরবীর উষা হয়ে
দুর্বার কোলে শিশিরে চমকাবে বিজলি
সবপ্ন গুলো জীবন্ত হয়ে দেবে অঞ্জলি .
এসো ফিরে,আজ ও আমি সেই খানে দাড়িয়ে
যেখানে ছেড়ে ছিলে হাত ,গিয়েছো বহু দূরে
নিরব তাই আজ আমি,নিরব যেন পৃথিবী
দিগন্তে মিশে গেছে সব চেনা চেনা প্রতিকী .
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast