www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেরারী মন

বোঝেনি ফেরারী মন ,একলা হয়েছে কখন
ফেলে আসা পথের বাঁকে ,কি যেন খোজে সারা ক্ষণ !
অস্পষ্ট হৃদয়ের ক্যানভাস ,বিরক্তিকর দখিনা বাতাস
কে যেন ঢেকে গেছে মেঘে ,মনের আকাশ .
মনের গভীরে আছে যে জন ,সে করেছে এ মন নির্জন .
তবুও সে আঁকে আশার ছবি ,মনের কথা লেখে একটু হয়ত হয় ,কবি .
আজ ভালো লাগে একাকিত্ব ,সুদূরে স্মৃতিরা করে দৌরাত্ব .
সিগারেটের ধ্নওয়ায় ,দুচোখে ভাসে সে ,কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট .
ফেরারী মন বুঝবি কখন ?তার মনে নেই যে পাতা ,তোর আসন .
ফিরে চল সেই খানে ,যে খানে হাসতিস তুই আনমনে -
থাকতিস সকলের মাঝে ,দেখা হতো সকাল সাঝে .
তবুও বোঝেনি ফেরারী মন ,একলা হয়েছে কখন ?
ফেলে আসা পথের বাঁকে কি যেন খোজে সারাক্ষণ !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast