www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

amara shreshtho

এ বিছিন্ন বিছিন্ন জগতের আলো ,কাটাবে না আন্ধার কখনো .
ফিরে যাবে সময় সভ্ভতার পশ্চাতে ,মানুষ হবে পিশাচ .
রণ দামামায় শিহরিত হবে চারিপাশ .
গাইবে না কেউ শিকল ভাঙ্গার গান ,উঠবে না জেগে ওঠার কলতান .
ঘুমিয়ে রবে নবজাতক ,অঙ্গীকার ভুলে যে আজ অগ্রজ .
এস হে কালো মেঘ ,উগরে দিতে বিসদ্গার কালো খোব .
বারুদের গন্ধে বাতাস কুলোসিত ,আকাশের বুক চিরে আগ্নেও অস্ত্র .
আমরা প্রাণী শ্রেস্স্থ ,এ আমাদের কলংকিত কর্ম
পৃথিবী তাই বিচলিত ,সুপ্ত আগ্নেও গিরি সম -
একদিন ঘটাবে অগ্নিউত্পাত ,ছারখার হবে এ সাধের সভ্ভতা .
বিবেক আজ কারাগারে বন্দী ,শত্রুর সাথে সে করেছে সন্ধি .
তবে কেন এ কলমের বান ,যখন আমরা সবাই শয়তান ?
এস দিই হারিকাঠে শির ,অনুতাপে করি মৃতু বরণ তবু আমরা শ্রেষ্ঠ,এ সত্য চিরন্তন চিরন্তন চিরন্তন ...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast