www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি এসো পড়ন্ত বেলায়


আমি যদি চলে যাই পৃথিবীর বুক থেকে  
ঝরে যায় নির্মোহ হৃদয় ,
কে তখন তোমার কলঙ্ক যত ধুয়ে দেবে
সমুদ্রের জলে ? তুমি আজ কাছে নেই
শর্ত-বিহীন ভালোবাসা অগাধ সম্পদ
সফেন ভয়ের স্রোতে কাটিয়েছি অনেক বিপদ
এই খানে কতবার ; তুমি ছেড়ে গেছ বহু দূরে
তুমি যদি শেষ সময়েও থাকো দূরে  
মরণ কাঁদিবে , মরণ কাঁদিবে ঘরে ।

আজ এই পড়ন্ত বেলায়  
শেষ হয়ে গেছে সব আশা ।
তুমি এসো এসে বস কাছে  
হৃদয় নিভৃতে খুলে দিয়ে ,
দুজনেই দেখে নেব কার বুকে কত ভালোবাসা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast