বদলে নেবার দিন খুঁজছি আমি
আজ বদলে নেবার দিন খুঁজছি আমি
দিনের ভেতরে ছিল ঠিকানা চোরাগলি
হাতের পাঁচিলে ছিল একরাশ ঘৃণা
জীবনের খেরোখাতা মলাটবিহীন।
এক চিলতে মেঘের কাছে পৌছে দেবার বাসনা আমার কবিতা
অবহেলিত কবিতা।
শব্দের জঙ্গলে ছিল নাম
পশুদের নিয়ে গালিগালাজ
নিজেদের মাঝে লেনদেন।
আজ সেখানে ট্রেন দাঁড় করিয়ে
অশ্লীল ভাষা ভরে দেব
ট্রেনের বগিতে
বদলে নেব নিজেকে।
বদলে নেয়াটা যে বড় দরকার
শিম্পাঞ্জির বেশভূষা যত
কলারের ভেতর ময়লারডিপো
ব্যাকটেরিয়ার সিগনেচার
জুতোর সুখতলা খসে পড়া
সব ধুয়ে নেব
বদলে নেব নিজেকে।
রাতের ইঁদুরের মত লুকোচুরি খেলে স্মৃতি
ইঁদুর যেমন খাবারের সন্ধানে
ছোটাছুটি করে ঝড়োবেগে
আমার স্মৃতিরাও চর্বণ করে মাথাকে এভাবেই।
আজ ভুলে থাকার দিন
বদলে নেবার দিন খুঁজছি আমি।
দিনের ভেতরে ছিল ঠিকানা চোরাগলি
হাতের পাঁচিলে ছিল একরাশ ঘৃণা
জীবনের খেরোখাতা মলাটবিহীন।
এক চিলতে মেঘের কাছে পৌছে দেবার বাসনা আমার কবিতা
অবহেলিত কবিতা।
শব্দের জঙ্গলে ছিল নাম
পশুদের নিয়ে গালিগালাজ
নিজেদের মাঝে লেনদেন।
আজ সেখানে ট্রেন দাঁড় করিয়ে
অশ্লীল ভাষা ভরে দেব
ট্রেনের বগিতে
বদলে নেব নিজেকে।
বদলে নেয়াটা যে বড় দরকার
শিম্পাঞ্জির বেশভূষা যত
কলারের ভেতর ময়লারডিপো
ব্যাকটেরিয়ার সিগনেচার
জুতোর সুখতলা খসে পড়া
সব ধুয়ে নেব
বদলে নেব নিজেকে।
রাতের ইঁদুরের মত লুকোচুরি খেলে স্মৃতি
ইঁদুর যেমন খাবারের সন্ধানে
ছোটাছুটি করে ঝড়োবেগে
আমার স্মৃতিরাও চর্বণ করে মাথাকে এভাবেই।
আজ ভুলে থাকার দিন
বদলে নেবার দিন খুঁজছি আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন শর্মা ২২/০৮/২০১৬চমৎকার
-
অঙ্কুর মজুমদার ১২/০৮/২০১৬vlo..............
-
স্বপ্নময় স্বপন ১২/০৮/২০১৬দারুন!